ইনসাইড গ্রাউন্ড

বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে জয়ের রেকর্ড নেই ব্রাজিলের


প্রকাশ: 28/11/2022


Thumbnail

বিশ্বকাপের ম্যাচে আজ রাতে মাঠে নামছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। দোহার স্টেডিয়াম ৯৭৪-এ ‘জি’ গ্রুপের ম্যাচে সেলেসাওদের আজকের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। বাংলাদেশ সময় রাত দশটায় শুরু হবে ম্যাচটি।

সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জিতে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করেছে ব্রাজিল। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে ০-১ গোলে জিতেছিলো সুইজারল্যান্ড। দুই দলের সামনেই তাই নকআউটে এক পা রাখার হাতছানি আজ।

বিশ্বকাপে এ নিয়ে তৃতীয়বার মুখোমুখি হলেও আগের দুইবারের লড়াইয়ে জয়ের দেখা পায়নি সেলেসাওরা।  ২০১৮ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ১-১ ড্র হয়েছিল ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচটি। ১৯৫০ বিশ্বকাপের ম্যাচটিও ড্র হয়েছিল, ২-২ গোলে।

বিশ্বকাপে খেলতে এসে চোট সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে ব্রাজিলীয় শিবির। সার্বিয়ার বিপক্ষে ম্যাচে গোড়ালিতে চোট পেয়ে মাঠের বাইরে আছেন দলটির সবচেয়ে বড় তারকা নেইমার। সার্বিয়ার বিপক্ষে ম্যাচের পর জানা গিয়েছিল সুইজারল্যান্ডের বিপক্ষে দলের নির্ভরযোগ্য রাইট ব্যাক দানিলোকেও পাবে না দল। দানিলোরও গোড়ালিতে চোট।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭