ইনসাইড গ্রাউন্ড

শেষ ষোলয় নিশ্চিতের লক্ষে মাঠে নামবে পর্তুগাল


প্রকাশ: 28/11/2022


Thumbnail

ঘানার বিপক্ষে জয় এলেও ঘাম ঝরাতে হয়েছিলো পর্তুগালকে। ঘানার বিপক্ষে পারফরম্যান্স কিছুটা এগিয়ে রাখবে ক্রিস্টিয়ানো রোনালদোরা  অন্যদিকে কাতার বিশ্বকাপে এখন পর্যন্ত গোলের খাতা খুলতে পারেনি উরুগুয়ে। দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন হলেও জোলুস নেই বর্তমান উরুগুয়ের। পর্তুগীজ আগের ম্যাচের ভুল গুলো শুধরে নামতে হবে উরুগুয়ের বিপক্ষে। আরেকটি জয় তুলে শেষ ষোলে যাওয়ায় সচেষ্ট থাকবে ফার্নান্দো সান্তোসসের শিষ্যরা।

রোনালদো, জোয়াও ফেলিক্স, ব্রুনো ফার্নান্দেজদের আবারও জ্বলে উঠার অপেক্ষায় থাকবে পর্তুগাল। সঙ্গে বদলী হিসেবে নামলে রাফায়েল লেয়াওকেও রাখতে হবে ভূমিকা। রুবেন ডিয়াস, পেপে, জোয়াও ক্যানসেলোদেরও মর্যাদা রাখতে হবে নিজেদের নাম অভিজ্ঞতার। সঙ্গে বার্নার্দো সিলভা, রুবেন নেভেসদেরও নিতে হবে সুযোগ তৈরির গুরুদায়িত্ব। দিয়েগো কস্তাকেও গোলবারে পালন করতে সতর্ক ভূমিকা, হতে হবে দুর্ভেদ্য দেয়াল।

উরুগুয়ের ভালো করতে হলে ফিনিশিংয়ে আরও পটু হতে হবে সুয়ারেজ, ডারউইন নুনেজ, ফাকুন্দো পেলিস্ত্রিদের। রদ্রিকো বেন্তানকুর, ফেদেরিকো ভালভার্দেদেরও মাঝমাঠে পালন করতে হবে নিজেদের দায়িত্ব। ডিফেন্সে হোসে মারিয়া হিমেনেজ, দিয়েগো গদিনদের কোরিয়া ম্যাচের মতোই হতে হবে অপ্রতিরোধ্য।

শক্তির বিচারে দুই দলই প্রায় সমান। তবে আক্রমণভাগে যারা ভালো করবে জয়ের পাল্লা ভারি থাকবে তাদেরই। সব মিলিয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনাই বেশি।

বিশ্বকাপে প্রথমবারের মত লড়াই হবে দুই দলের এর আগে তিনবার দেখায় একটি  করে জয় দুই দলের। অপর ম্যাচটি ড্র। উরুগুয়ের দুইটি বিশ্বকাপ জয়ের রেকর্ড থাকলেও পর্তুগালের ফাইনাল খেলার অভিজ্ঞতা নেই। 

আজ বাংলাদেশ সময় দিবাগত রাত ১ টায় লুসাইল স্টেডিয়ামে খেলাটি অনুষ্টিত হবে। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭