ইনসাইড গ্রাউন্ড

৩-৩ গোলে সমতা সার্বিয়া-ক্যামেরুন ম্যাচে


প্রকাশ: 28/11/2022


Thumbnail

বিরতির পর মাঠে নেমে ম্যাচের চালকের আসনে বসে সার্বিয়া। টানা আক্রমণে চাপ সৃষ্টি করে ব্যামরুনের রক্ষণভাগে। দ্বিতীয়ার্ধের খেলায় খুঁজে পাওয়া যায়নি ক্যামেরুনকে। রক্ষণ-মাঝমাঠ- আক্রমণভাগ কোথাও সুবিধা করে উঠতে পারছিলো না আফ্রিকার দলটি।

উল্টো ম্যাচের ৫৩ মিনিটে ব্যবধান আরো বাড়ায় সার্বিয়া। এবার গোল করেন দলের সবচেয়ে বড় কারকা আলেকজান্দ্রার মিত্রোভিচ। ৫৫ মিনিটে মার্টিন হুংলাকে উঠিয়ে ভিনসেন্ট আবুবাকার। বদলি হিসেবে নামার ৯ মিনিটের মধ্যে মাঝমাঠ থেকে দেয়া দারুণ এক থ্রু ধরে গোল আবুবাকার। সুন্দর এক পানেনকা শটে বল জালে জড়ান তিনি। সেই গোলের রেশ কাটতে না কাটতেই আবার ঝলক দেখান আবুবাকার। দুই মিনিট পর এবার গোল করান চোপো মোটিংকে দিয়ে। এবারো বল আসে মাঝমাঠ থেকে। সেই বল ধরে দারুণ এক আক্রমণ চালায় ক্যামেরুন। দারুণ বোঝাপড়ায় গোল করেন মোটিং। পিছিয়ে থাকার পরও সমতায় ফেরে ক্যামেরুন। জমে উঠে ম্যাচ।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭