ইনসাইড গ্রাউন্ড

লড়ছে দক্ষিণ কোরিয়া-ঘানা, জয় চায় দুই দলই


প্রকাশ: 28/11/2022


Thumbnail

কাতার বিশ্বকাপে মুখোমুখি হয়েছে দক্ষিণ কোরিয়া ও ঘানা। গ্রুপ 'এইচ' এ এটি দুই দলেরই দ্বিতীয় ম্যাচ। বিশ্বকাপের পরের রাউন্ডে আশা বাঁচিয়ে রাখতে এ ম্যাচে জয় তুলে নিতে চায় দুই দলই। 

নিজেদর প্রথম ম্যাচে লাতিন আমেরিকার দল উরুগুয়ের সাথে ড্র করেছিলো দক্ষিণ কোরিয়া। সে ম্যাচে ভাল খেললেও জয় বঞ্চিত থাকতে হয় এশিয়ার দলটিকে। ফলে তাদের পকেটে রয়েছে ১টি পয়েন্ট। ঘানাকে হারিয়ে রাউন্ড অব সিক্সটিনের পথে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে খেলবে সন হিউং মিনরা।

আর দুর্দান্ত খেলেও নিজেদের প্রথম ম্যাচে পর্তুগালের বিপক্ষে ৩-২ গোলে হেরেছিলো ঘানা। রেফারির বিতর্কিত পেনাল্টি গড়ে দিয়েছিল সে ম্যাচের ভাগ্য। এরপর লড়াই চালিয়ে জিততে পারেনি আফ্রিকার দলটি। আগের ম্যাচের ভুল-ত্রুটি শুধরে এই ম্যাচে ঘুরে দাড়ানোর প্রত্যয় ঘানার।

আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭