ইনসাইড গ্রাউন্ড

জমে উঠেছে দক্ষিণ কোরিয়া-ঘানা ম্যাচ


প্রকাশ: 28/11/2022


Thumbnail

বিরতির পর ৫০তম সিনিটে প্রথম গোছানো আক্রমণ চালায় ঘানা। তারিক লেমটের নেয়া শটটি বারের খানিকটা পাশ দিয়ে চলে যায়। তবে তিন মিনিট পর ঘানার রক্সণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে দারুণ এক শট নিয়েছিলেন কিম জিন সু। তবে ক্ষিপ্রতার সাথে নিশ্চিত সে গোলের সুযোগ নষ্ট করে দেন জিগি। তবে ৫ মিনিট পরই ব্যবধান কমায় দক্ষিণ কোরিয়া। ৫৮ মিনিটে লেফট উইং থেকে লি কানগিনে ক্রস থেকে দুর্দান্ত এক হেডে পরাস্ত করেন চো গিউন সাং। ব্যবধান কমায় দক্ষিণ কোরিয়া। ম্যাচের ৬১ মিনিটে আবারো  ঘানাকে চমকে দেন চো গিউন সাং। এবারো রাইট উইং থেকে কিম জচিন সু'র বল উড়ন্ত এক হেডে দলকে সমতায় ফেরান গিউন সাং। করেন ম্যাচে নিজের দ্বিতীয় গোল।

নাটকীয়তার তখনও অনেক বাকি। সমতায় ফেরার পর ম্যাচটিতে প্রাণ ফিরে পায় দক্ষিণ কোরিয়ার ফুটবলাররা। ৬৮ মিনিটে কোরিয়ানদের হতাশা বাড়িয়ে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন মোহাম্মাদ কুদুস। বাঁ পাশ থেকে আসা একটি বল সতীর্থ ফুটবলার পায়ে লাগাতে না পারলে, সেটি চলে যায় কুদুসের কাছে। ফাঁকা জায়গায় দাড়িয়ে থাকা এই ঘানাইয়ান মিডফিল্ডার ঠান্ডা মাথায় লক্ষ্যভেদ করেন। এতে ম্যাচে আবারো লিড পায় ঘানা। ৭৫ মিনিটে ফ্রি-কিক থেকে সমতায় ফিরতে পারতো কোরিয়া। বদলি হিসেবে নামা লি কানগিনের শট সরাসরি বারের কোণ ঘেষে ঢুকে যাচ্ছিলো। তবে এবারও ঘানাকে রক্ষা করেন গোলরক্ষ জিগি। এরপর টানা তিনটি আক্রমণ থেকেও গোলের সুযোগ এসেছিল এশিয়ার দলটির কাছে। তবে গোল আদায়ে ব্যর্থ হন ফুটবলাররা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭