ইনসাইড গ্রাউন্ড

ব্রাজিল-সুইজারল্যান্ড একাদশ ও ফর্মেশন


প্রকাশ: 28/11/2022


Thumbnail

কাতার বিশ্বকাপে 'জি' গ্রুপের ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও সুইজারল্যান্ড। দোহার ৯৭৪ স্টেডিয়ামে এটি দুই দলের দ্বিতীয় ম্যাচ। হাই-ভোল্টেজ এই ম্যাচে দলের সবচেয়ে বড় তারকা নেইমারকে পাচ্ছে না ব্রাজিলিয়ানরা। তবে শক্তিশালী এক দল নিয়ে কাতার এসেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ফলে ম্যাচে তার খুব একটা প্রভাব পড়বে না বলে মনে করেন টিম সংশ্লিষ্টরা। আগের ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জয় তুলে নিয়ে ফুরফরে মেজাজে রয়েছেন ফুটবলাররাও। এ ম্যাচেও সে ধারা ধরে রেখে পরের রাউন্ড নিশ্চিত করার লক্ষ্য সেলেসাওদের।

এদিকে, নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছ সুইজারল্যান্ডও। ক্যামরুনকে হারিয়েছে ১-০ গোলে। ব্রাজিলের মতো একই লক্ষ্য নিয়ে মাঠে নামবে সুইসরাও। তবে ইউরোপের দলটির আত্নবিশ্বাসের পালে হাওয়া দেবে তাদের অতীত পরিসংখ্যান। গত ৪০ বছরে ব্রাজিলের বিপক্ষে হারে নি দলটি। এ ম্যাচেও সে রেকর্ড ধরে রাখতে চান শাকা-শাকিরিরা।

দেখে নেই দুই দলের একাদশ ও ফর্মেশন:

ব্রাজিল একাদশ:

অ্যালিসন, থিয়াগো সিলভা, মার্ককুইনোস, অ্যালেক্স সান্দ্রো, এদার মিলিতাও, কাসেমিরো, ফ্রেড, রাফিনিয়া, ভিনিসিউস জুনিয়র, লুকাস পাকেতা, রিচার্লিসন।

ফর্মেশন:

৪-৪-২

সুইজারল্যান্ড একাদশ:

ইয়ান সোমার, সিলভার উইদমার, নিকো এলভেদি, ম্যানুয়েল আকাঞ্জি, রিকার্ডো রদ্রিগেজ, রেমো ফ্রিউলার, গ্রানিত শাকা, মোহামেথ সাউ, ফ্যাবিয়ান রিয়েডার, ব্রিল এমবোলো, রুবেন ভারগাস 

ফর্মেশন:

৪-৪-২



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭