ইনসাইড গ্রাউন্ড

নকআউটের হাতছানি নিয়ে উরুগুয়ের মুখোমুখি পর্তুগাল


প্রকাশ: 29/11/2022


Thumbnail

বিশ্বকাপে গ্রুপ 'এইচ' এর ম্যাচে মাঠে নেমেছে পর্তুগাল ও উরুগুয়ে। নিজেদের প্রথম ম্যাচে ঘানাকে হারিয়ে নকআউটের পথে অনেকটাই এগিয়ে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। এই ম্যাচ জিতলে এক ম্যাচ হাতে রেখেই পরের রাউন্ডে চলে যাবে পর্তুগীজরা। প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার সাথে ড্র করায় এ ম্যাচে জয়ের বিকল্প নেই দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে শুরুর একাদশে জায়গা পাননি লুইস সুয়ারেজ। তার পরিবর্তে দলে যায়গা পেয়েছেন অভিজ্ঞ এডিনসন কাভানি। পর্তুগাল দলেও এসেছে পরিবর্তন। প্রথম ম্যাচে চোট পাওয়ায় এই ম্যাচে ডিফেন্ডার দানিলোর পরিবর্তে খেলছেন পেপে।

দুই দলের একাদশ ও ফর্মেশন:

পর্তুগাল একাদশ: দিয়েগো কস্তা, পেপে, রুবেন দিয়াজ, রুবেন নেভেস, রাপাল গুয়েরেইরো, হোয়াও ক্যান্সেলো, বার্নার্ডো সিলভা, কার্ভালহো, ব্রুনো ফার্নান্দেজ, হোয়াও ফেলিক্স এবং ক্রিশ্চিয়ানো রোনালদো।

ফর্মেশন: ৪-১-২-১-২

কোচ: ফার্নান্দো সান্তোস

উরুগুয়ে একাদশ: সার্জিও রোশেত, কোয়াতেস, হোসে মারিয়া জিমেনেজ, ভারেলা, দিয়েগো গোডিন, ম্যাথিয়াস অলিভেরা, ম্যাতিয়ান ভেসিনো, রদ্রিগো বেনতানচুর, ফেডেরিকো ভালভার্দে, ডারুউইন নুয়েজ, এডিনসন কাভানি

ফর্মেশন: ৪-৩-৩

কোচ: দিয়েগো মার্টিন আলোনসো লোপেজ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭