ইনসাইড গ্রাউন্ড

গোলহীন প্রথমার্ধ উরুগুয়ে-পর্তুগালের


প্রকাশ: 29/11/2022


Thumbnail

জিতলেই নিশ্চিত হয়ে যাবে নকআউট পর্বে যাওয়া। এমন সমীকরণ সামনে রেখে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্নক ফুটবল খেলতে থাকে পর্তুগাল। ম্যাচের প্রথম সুযোগটি পায় পর্তুগাল ৪ মিনিটে। ডি-বক্সের ভেতর রোনালদোর পাস থেকে ভলি করতে গিয়ে বল গোলবারের অনেক উপর দিয়ে মারেন কার্ভালহো। বলের দখল নিয়ে লাতিন আমেরিকার দলটির অর্ধে বারবার আক্রমণ চালাতে থাকে দলটি। তবে  উরুগুয়ের অতি রক্ষণাত্মক ফুটবলের জন্য গোলের দেখা পায়নি ইউরোপীয় জায়ান্টরা।

উরুগুয়েও বেশ কয়েকবার গোলের রচেষ্টা করেও সপল হতে পারেনি। বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেন নুনিয়েজ-কাভানিরা। তবে ৩২ মিনিটে ম্যাচে এগিয়ে যাওয়ার সবচেয়ে সহজ সুযোগটি মিস করেন বেনতাঙ্কুর। মাঝমাঠ থেকেই বল টেনে নিয়ে ডি-বক্সের ভেতর ঢুকে গোলরক্ষককে পরাস্ত করতে ব্যর্থ হন তিনি। 

৬৯% বল নিজেদের দখলে নিয়েও ম্যাচের প্রথমার্ধে অন টার্গেটে কোন শট পারেনি পর্তুগাল। গোল শূন্য অবস্থায় শেষ হয় দুই দলের প্রথমার্ধ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭