ইনসাইড গ্রাউন্ড

টিকে থাকার লড়াইয়ে ফ্রান্সের মুখোমুখি তিউনিসিয়া


প্রকাশ: 29/11/2022


Thumbnail

রাশিয়া বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স সবার আগে নকআউট নিশ্চিত করেছে কাতার বিশ্বকাপেও। সমীকরণের ধাধায় টিকে আছে তিউনিসিয়ার প্রথমবারের মত বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ। রাউন্ড অফ সিক্সিটিনে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে তিউনিসিয়াফ্রান্স। বিশ্বকাপে প্রথমবারের মত ফ্রান্সের মুখোমুখি হতে যাচ্ছে আফ্রিকার দেশটি। কাগজে কলমে মাঠে কঠিন প্রতিপক্ষ ফ্রান্স। বিশ্বের যে কোন দেশ সমীহ করে ডিপেন্ডিং চ্যাম্পিয়নদের। তাদের বিরুদ্ধে মাঠের লড়াই বেশ কঠিন হবে তিউনিসিয়ানদের।

ডেনমার্কের বিপক্ষে - গোলের জয়ে প্রথম দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে ফ্রান্স। শিরোপা ধরে রাখার অভিযানে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে - গোলে হারায় তারা। পরের ম্যাচে ডেনমার্কের বিপক্ষে জেতে - গোলে। অন্যদিকে নিজেরদের প্রথম ম্যাচে ডেনমার্কের সঙ্গে ড্র করলেও দ্বিতীয় ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরে যায় তিউনিসিয়া। টুর্নামেন্টে নিজেদের টিকিয়ে রাখতে হলে ফ্রান্সের বিপক্ষে জয়ের বিকল্প নেই আফ্রিকার দেশটির।   

দুই দলের কিছু পরিসংখ্যানঃ 

১। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ১৬তম বার বিশ্বকাপে খেলছে। ২০১৪ সালে জার্মানির কাছে কোয়ার্টার ফাইনালে হারের পর ম্যাচ ধরে অপরাজিত তারা। 

২। ১৯৭৮ সালের আসরে আফ্রিকা অঞ্চলের প্রথম দেশ হিসেবে বিশ্বকাপে কোনো ম্যাচ জেতার রেকর্ড গড়ে তিউনিসিয়া। সেবার তারা মেক্সিকোকে হারায় - গোলে। 

৩। তিউনিসিয়ার স্কোয়াডের ২৬ জন খেলোয়াড়ের ১০ জনের জন্ম ফ্রান্সে। তিন জন খেলেন ফরাসি ক্লাবে। 

৪। দুই দল এখন পর্যন্ত চারটি প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে। ফ্রান্সের জয় দুই ম্যাচে, ড্র হয়েছে বাকি দুই

আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় শেষ ম্যাচে বুধবার লড়বে ফ্রান্স তিউনিসিয়া।ডিগ্রুপের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। 

 

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭