ইনসাইড বাংলাদেশ

নওগাঁয় কোটি টাকার মাদক ধ্বংস


প্রকাশ: 29/11/2022


Thumbnail

নওগাঁয় প্রায় তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংসকরণ করা হয়েছে। নওগাঁ-১৪-১৬ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে বিভিন্ন বিওপিতে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এসম মাদক ধ্বংস করা হয়। এ উপলক্ষে মঙ্গলবার(২৯নভেম্বর) দুপুরে জেলার পত্নিতলা বিজিবি প্রশিক্ষণ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সেক্টরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার লতিফ বিপিএম(বার), নওগাঁ-১৪ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল হামিদ উদ্দিন- পিএসসি, ১৬ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান, জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ, পুলিশ সুপার মোহাম্মদ রাশেদুল হক. সিভিল সার্জন ডা. আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান, জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিনসহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জব্দকৃত আনুমানিক ২ কোটি ৯০ লাখ ৮ হাজার ১৬০ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এসব মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ইয়াবা ৯০৯পিচ, ভারতীয় মদ ৬ হাজার ৫০১ বোতল, গাঁজা ১৭৮ দশমিক ৯৬ কেজি, ফেনসিডিল ২৪হাজার ২০৫ বোতল, নিষিদ্ধ ট্যাবলেট ৫হাজার ৭৪৬পিচ,নেশা জাতীয় সিরাপ ১০হাজার ৮৬০ বোতল, নেশা জাতীয় ইনজেশন ১১হাজার ৮৪৮পিচ, হেরোইন ৭৭পুরিয়া,গুড়া তামাক ১৬৫দশমিক ৫কেজি, পাতার বিড়ি ৪১হাজার ১৭২ প্যাকেট এবং টেন্ডু বিড়ির পাতা ২১ কেজি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান বিএসপি, পিএসসি জানান, সমন্বিতভাবে সকল শ্রেণি-পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে। সরকার সীমান্তে নজরদারি বাড়াতে বিজিবিকে আরও সম্প্রসারিত করছে। আমাদের সবার লক্ষ্য থাকবে যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭