ইনসাইড পলিটিক্স

এবার মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক


প্রকাশ: 29/11/2022


Thumbnail

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বিএনপির বৈঠকের খবর নতুন কিছু নয়। তবে এবার মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।  

সোমবার (২৮ নভেম্বর) রাতের এ নৈশভোজে রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের কয়েকজন কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

জানা গেছে, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মি আহমেদের বাসায় নৈশভোজে অংশ নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।

এতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর আলম হানিফও অংশ নেন।

এসময় দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং ব্যবসা-বাণিজ্য বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুল আলম হানিফ বলেন, নৈশভোজের আগে আমরা দুই দেশের নানান বিষয় নিয়ে কথা বলেছি। সম্পর্কটাকে কীভাবে আরও উন্নত করা যায়, এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অর্থনৈতিক জোনগুলো উদ্বোধন করেছেন সেখানে বিনিয়োগের অনেক সুযোগ হয়েছে। চট্টগ্রামের মিরসরাইয়ে তাদের বিনিয়োগের বিষয়ে কথা বলেছি।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭