ইনসাইড গ্রাউন্ড

কাতারকে উড়িয়ে দিয়ে ২-০ গোলে জিতলো নেদারল্যান্ডস


প্রকাশ: 29/11/2022


Thumbnail

২য় রাউন্ড নিশ্চিত করার ম্যাচে কাতারের বিপক্ষে মাঠে নামে নেদারল্যান্ডস। কমপক্ষে ড্র হলেই ডাচরা চলে যেতো রাউন্ড অফ সিক্সিটিনে। তবে স্বাগতিক কাতারের২য় রাউন্ড নিশ্চিত করার ম্যাচে  কাতারের বিপক্ষে মাঠে নামে নেদারল্যান্ডস। কমপক্ষে ড্র হলেই ডাচরা চলে যেতো রাউন্ড অফ সিক্সিটিনে। তবে স্বাগতিক কাতারের বিপক্ষে সহজ জয় তুলে নিলেন ডি জং, ক্লাসেনেরা। কাতারের আল বাইত স্টেডিয়ামে স্বাগতিকদের ২-০ গোলে হারিয়ে বিদায় করেছে বিশ্বকাপ থেকে। এর ফলে স্বাগতিক দেশ হয়েও কোন ম্যাচ না জিতে বিশ্বকাপ থেকে শূন্য হাতে বিদায় নেয় কাতার।

শেষ ম্যাচ জয়ে ৩ খেলায় ৭ পয়েন্ট নিয়ে  নক আউট পর্বে খেলা নিশ্চিত করে সাবেক রানার্সআপরা। অন্যদিকে বিশ্বকাপে একটি গোল ও করতে পারেনি কাতার। বিশ্বকাপ থেকে নিতে হলো লজ্জার বিদায়। ম্যাচের প্রথমার্ধ্বে ১-০ গোলে এগিয়েছিলো নেদারল্যান্ডস। ব্যবধান বাড়াতে বেশি সময় নেয়নি ডাচরা ম্যাচের ৪৯ মিনিটে মেমফিস ডিপের শট কাতারের গোল রক্ষক মেশাল ঠেকিয়ে দিলেও  ফিরতি শটে কাতারের জালে গোল দেন ডি জং। ম্যাচের ৬৮ মিনিটে নেদারল্যান্ড আর ও একটি গোল দেন কিন্তু হ্যান্ডবল হওয়ায় গোলটি বাতিল করেন ম্যাচ রেফারি। 

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে নেদারল্যান্ডস। প্রথমার্ধ্বের  শুরুতে বলের পজিশন প্রায় ৮০ শতাংশ ছিলো ডাচদের দখলে। তবে খেলা গড়াতে গড়াতে কাতার কিছুটা ছন্দে আসলেওে শেষ পর্যন্ত কোন গোলের দেখা পাইনি। কাতারের গোল রক্ষক ডাচদের অনেক গুলো আক্রমণ প্রতিহত করে। না হলে ব্যবধান আর বেশি হত। ম্যাচের ২৬ মিনিটে কাতারের ডিফেন্ডারকে কাটিয়ে জোড়ালো শটে প্রথম গোল দেন গাকপো। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭