ইনসাইড গ্রাউন্ড

গোল শূন্য ইংল্যান্ড-ওয়েলস ম্যাচের প্রথমার্ধ


প্রকাশ: 30/11/2022


Thumbnail

সহজ সমীকরণ নিয়ে ওয়েলসের মুখোমুখি হয়েছিলো ইংল্যান্ড। জিতলেই ইংলিশরা চলে যাবে পরের রাউন্ডে। ম্যাচের শুরু থেকে প্রতিবেশী দেশটির রক্ষণে চাপ তৈরি করতে থাকেন ইংল্যান্ড। ম্যাচের ৭ মিনিটেই গোলের জন্য প্রতিপক্ষের রক্ষণে আক্রমণ চালায় ইংল্যান্ড।

১৫ মিনিটে দূরপাল্লার শট নেন শুরু একাদশে জায়গা পাওয়া ফিল ফোডেন। তবে সেটিও লক্ষ্যভেদ করতে পারেনি। চার মিনিট পর আক্রমণে যান হ্যারি ম্যাগুয়ার। তিনিও ব্যর্থ হন গোল আদায়ে। ২৪ মিনিটে রাশফোর্ডের আরো একটি প্রচেষ্ট আলোর মুখ দেখেনি। নিশ্চিত সুযোগ নষ্ট করেন মার্কাস রাশফোর্ড। হ্যারি কেইনের পাস ধরে ডি-বক্সে ঢুকলেও ওয়েলস গোলরক্ষক ওয়ার্ডকে পরাস্ত করতে পারেন নি এই স্ট্রাইকার। যা ছিলোঅন টার্গেটে দলটির প্রথম শট।

৩৫ মিনিটে ডি বক্সে বল পেয়েছিলেন ফোডেন। তবে সেখান থেকে এলোমেলো এক শটে বল পাঠান মাঠের বাইরে। এগিয়ে যাওয়ার সুযোগ হারায় ইংলিশরা। বারবার সুযোগ মিসের খেসারত দিতে হয়েছে ইংল্যান্ডকে। গোল শূন্য অবস্থায় থেকে শেষ হয় দুই দলের প্রথমার্ধ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭