ইনসাইড গ্রাউন্ড

দিবালাকে নিয়ে শঙ্কা, প্রশ্ন এড়িয়ে গেলেন কোচ


প্রকাশ: 30/11/2022


Thumbnail

চোটের কারণে কাতার বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবেন কিনা তা নিয়েই সন্দিহান ছিলেন  পাওলো দিবালা। এমনকি কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন, তা নিয়ে শঙ্কার মধ্যেই বিশ্বকাপের চূড়ান্ত দলে তাকে রাখা হয়। যদিও এখন পর্যন্ত আর্জেন্টিনার প্রথম দুই ম্যাচের একটিতেও মাঠে নামানো হয়নি এই ফরোয়ার্ডকে।

দর্শক মহলে প্রশ উঠেছে তবে কি চোট থেকে এখনও সেরে ওঠেননি তিনি? কোচ লিওনেল স্কালোনি অবশ্য বলছেন ভিন্ন কথা। চোটজনিত সমস্যার শঙ্কা উড়িয়ে দিয়ে বললেন, ট্যাকটিক্যাল কারণেই নাকি বাইরে রাখা হয় রোমার এই খেলোয়াড়কে।

ঊরুর চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন দিবালা। বিশ্বকাপ বিরতির ঠিক আগে ক্লাবের হয়ে অনুশীলনে ফেরেন দিবালা। কোনো ম্যাচ অবশ্য খেলেননি। এরপর বিশ্বকাপের আগে আর্জেন্টিনার প্রীতি ম্যাচেও দেখা যায়নি তাকে।

‘সি’ গ্রুপে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের প্রথম দুই ম্যাচে দিবালা বদলি হিসেবেও না খেলায় নানা প্রশ্ন উঠেছে ভক্তদের মাঝে। আজ গ্রুপ পর্বে পোল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার শেষ ম্যাচে কি তাকে দেখা যাবে? সংবাদ সম্মেলনে এই প্রশ্ন এড়িয়ে গেলেন কোচ। সে উত্তর না দিয়ে আগের দুই ম্যাচে ২৮ বছর বয়সী ফরোয়ার্ডকে খেলাতে না পারার ব্যাখ্যা দিলেন স্কালোনি।

স্ক্যালোনি বললেন, এটি ট্যাকটিক্যাল সিদ্ধান্ত। পাওলো ঠিক আছে, এই দৃষ্টিকোণ থেকে যে আর্জেন্টিনা (মেক্সিকোর বিপক্ষে) জিতেছে। অবশ্যই তার অন্য সতীর্থদের মতো সেও খেলতে চায়। এখন আমরা এই ব্যাপারে সিদ্ধান্ত নেব, আমরা দেখবে যে পরবর্তী ম্যাচে কী হয়।

প্রসঙ্গত, গ্রুপে দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তিন নম্বর স্থানে আছে আর্জেন্টিনা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭