ইনসাইড গ্রাউন্ড

স্কালোনি চান বিশ্বকাপ জিতুক ব্রাজিল


প্রকাশ: 30/11/2022


Thumbnail

দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করার লক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ রাত ১ টায় মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আসেন কোচ স্কালোনি। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ম্যাচের নানা দিক নিয়ে কথা বলেন কোচ। জানিয়ে দিলেন পোল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প ভাবছেন না আর্জেন্টিনা। তিনি আর ও বলেন আর্জেন্টিনা বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল যেনো চ্যাম্পিয়ন হয়।  

কাতার বিশ্বকাপে ব্রাজিল অন্যতম ফেভারিট দল। গ্রুপ পর্বের দুইটি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে দলটি। সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করা পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে নিয়ে তাই উচ্ছ্বসিত আর্জেন্টাইন কোচ। তিনি আরও বলেছেন, ‘ব্রাজিল দ্বিতীয় রাউন্ডে চলে গেছে, এতে আমি খুবই খুশি। আমি একজন লাতিন আমেরিকান। দক্ষিণ আমেরিকান হিসেবে ব্রাজিলের দ্বিতীয় রাউন্ডে যাওয়াটা অবশ্যই সুখের।  ব্রাজিল চিরপ্রতিদ্বন্দ্বী হলেও এই আর্জেন্টাইন কোচ তা মনে করেন না। তিনি বলেন, ‘ব্রাজিল আমাদের প্রতিদ্বন্দ্বী দল হলেও ব্রাজিলে আমার অনেক বন্ধু রয়েছে। তারা আমার ব্যক্তিগত শুভাকাঙ্ক্ষীও।

বিশ্বকাপে টানা দুই যুগ ধরে গ্রুপ পর্বে কোন ম্যাচ না হারা ব্রাজিল রয়েছে দুর্দান্ত ফর্মে। ১৯৯৮ সাল থেকে কাতার বিশ্বকাপ গ্রুপ পর্বের ১৭ ম্যাচ অপরাজিত ব্রাজিল। এর মধ্যে তিনটি ম্যাচ ড্র এবং বাকি ১৩ টি ম্যাচ জিতেছিলো সেলেসাওরা। ব্রাজিল সবশেষ চ্যাম্পিয়ন হয় ২০০২ সালে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭