ইনসাইড পলিটিক্স

কূটনীতিকপাড়ায় সরব এবার আওয়ামী লীগও


প্রকাশ: 30/11/2022


Thumbnail

রাজপথে সরকারবিরোধী আন্দোলনের পাশাপাশি কূটনীতিকপাড়ায় বিএনপির তৎপরতা এ আর নতুন কি! বিভিন্ন দূতাবাসে গিয়ে বৈঠক করা কিংবা দলীয় চেয়ারপরসনের কার্যালয়ে রাষ্ট্রদূতদের তাদের ডেকে এনে ধরনা দেয়া কিংবা স্থায়ী কমিটির কোনো সদস্যের বাসায় নৈশ্যভোজের আয়োজন করে সেখানে কূটনীতিকদের সঙ্গে বৈঠক এই ছিল বিএনপির নিয়মিত চিত্র। অর্থাৎ আন্দোলনের পাশাপাশি দফায় দফায় বৈঠক করে কূটনীতিকপাড়ায় বিএনপি এক কর্মচাঞ্চল্য পরিবেশ তৈরি করেছে। ফলশ্রুতিতে দূতাবাসগুলোর ভাষা বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জাপান সহ বিভিন্ন দূতাবাসগুলো বিএনপির ভাষা কথা বলা শুরু করেছে। দূতাবাসগুলো এখন দেশের অভ্যন্তরীন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছে। বিশেষ করে বাংলাদেশের নির্বাচন নিয়ে তারা এক ধরনের আগ্রহ দেখাচ্ছে। নির্বাচন ব্যবস্থার ওপর অহেতুক কর্তৃত্ত্ব করার চেষ্টা করছে। বিশেষ করে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস ইতোমধ্যে নির্বাচন কমিশনে ছুটে গিয়েছেন এবং কমিশনের সঙ্গে বৈঠক করেছেন। অন্যান্য রাষ্ট্রদূতরাও অবাধে মিডিয়ায় কথা বলছেন কূটনৈতিক শিষ্টাচার না মেনে বাধাহীন ভাবে। ফলে প্রশ্ন উঠেছে কূটনীতিকপাড়ায় সরকার এবং আওয়ামী লীগের ভূমিকা নিয়ে। অথচ এই কূটনীতিকপাড়া এক সময় আওয়ামী লীগের দখলে ছিল বলে বিশ্লেষকরা দাবি করেছেন। 

কূটনীতিকপাড়ায় এমন কর্মচাঞ্চল্যের মধ্যেই গত সোমবার আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মি আহমেদের বাসায় নৈশভোজে অংশ নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। সেখানে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং ব্যবসা-বাণিজ্য বাড়ানোর বিষয় নিয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের বৈঠক হয়েছে বলে জানা গেছে। বর্তমান বাস্তবতায় মার্কিন দূতাবাসের সঙ্গে আওয়ামী লীগের এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি করছেন কূটনীতিক বিশ্লেষকরা। তারা বলছেন এতোদিন কূটনীতিকপাড়ায় বিএনপির নেতাদের দৌঁড়ঝাপে সেখানে আওয়ামী লীগ এক ধরনের কোণঠাসা হয়ে পড়েছিল। সুবিধা অবস্থানে ছিল বিএনপি। বিএনপির চলমান সরকারবিরোধী আন্দোলনকে রাজপথে মোকাবিলার পাশাপাশি আওয়ামী লীগ কূটনীতিতে বিএনপিকে কোণঠাসা করার কৌশল নিয়েছে বলে কোনো কোনো মহল ধারণা করছে। এখন দেখার বিষয় আওয়ামী লীগ এই কৌশলে সফল হয় কিনা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭