ইনসাইড গ্রাউন্ড

যে সমীকরণে নকআউটে যাবে আর্জেন্টিনা


প্রকাশ: 30/11/2022


Thumbnail

সৌদি আরবের সাথে প্রথম ম্যাচে ২-১ গোলে হেরে যায় আর্জেন্টাইনরা। মেক্সিকোকে ২-০ গোলে পরাজিত করেও ২য় রাউন্ডের টিকেট নিশ্চিত নয় মেসিদের। এখনো শঙ্কা রয়েছে বিশ্বকাপ থেকে বাদ পড়ার। তবে পোল্যান্ডকে হারাতে পারলেই সমীকরণের দিকে না তাকিয়ে সরাসরি নক আউট পর্বে চলে যাবে স্কালোনির শিষ্যরা। হবেন গ্রুপ চ্যাম্পিয়নও।

দেখে নেওয়া যাক কোন সমীকরণে নক আউটে যাবে আর্জেন্টিনা

১। পোল্যান্ডকে হারাতে হবে

২। পোল্যান্ডের বিপক্ষে ড্র করলেও সুযোগ থাকবে দ্বিতীয় রাউন্ডের যাওয়ার।

৩। সৌদি আরবকে মেক্সিকোর কাছে হারতে  হবে তাহলে মেক্সিকো এবং আর্জেন্টিনার মধ্যে যে দল গোলের ব্যবধানে এগিয়ে থাকবে সে দল খেলবে নকআউটে

৪। সৌদি-মেক্সিকো ম্যাচ যদি ড্র হয় তাহলে আর্জেন্টিনা সৌদি আরবের মধ্যে গোল ব্যবধানে এগিয়ে থাকা দল যাবে নকআউটে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭