ইনসাইড গ্রাউন্ড

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য ফ্রান্সের, অঘটনের আশা তিউনিশিয়ার


প্রকাশ: 30/11/2022


Thumbnail

অস্ট্রেলিয়া ও ডেনমার্কের বিপক্ষে জয়ে প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপের নকআউট নিশ্চিত করেছে ফ্রান্স। এ ম্যাচ থেকে ১ পয়েন্ট পেলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরের রাউন্ডে উঠবে ফরাসিরা। দারুণ ছন্দে রয়েছেন ফুটবলাররাও। তাই নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য দলটির। তিউনিসিয়ার বিপক্ষে জয় নিশ্চিত করতে পারলে বিশ্বকাপে টানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডে দ্বিতীয় স্থানে থাকা ইতালির সাথে যৌথভাবে একই স্থানে থাকবে ফ্রান্স।

তবে এখনো পরের রাউন্ডে যাওয়ার ক্ষীণ সম্ভাবনা বেঁচে রয়েছে তিউনিসিয়ার। তবে তা বাস্তবে রূপ দিতে অঘটন ঘটাতে হবে তাদের। হারাতে হবে বর্তমান শিরোাপধারী দলটিকে। শেষ ম্যাচে নিজেদের সেরা ফুটবল খেলে তেমনটাই করতে চায় উত্তর আফ্রিকার দলটি।

দুই ম্যাচের দুটিতেই জয় তুলে নেয়ায় ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ফ্রান্স। আর নিজেদের প্রথম ম্যাচে ডেনমার্কের সাথে ড্র করলেও, দ্বিতীয় ম্যাচে ১-০ গোলে হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে। ১ পয়েন্ট নিয়ে এই গ্রুপের তলানিতে রয়েছে তিউনিশিয়া।

বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭