ইনসাইড গ্রাউন্ড

তিউনিসিয়ার জালে বল পাঠাতে পারেনি ফ্রান্স


প্রকাশ: 30/11/2022


Thumbnail

আগেই বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাওয়া এই ম্যাচে একাদশে ৯টি পরিবর্তন নিয়ে মাঠে নামে ফ্রান্স। প্রথম দুই ম্যাচে মূল একাদশে না থাকা ফুটবলারদের এ্টি ম্যাচে সুযোগ দেন ফরাসি কোচ দিদিয়ের দেশম। 

ফ্রান্সের জন্য ম্যাচটি আনুষ্ঠানিকতার হলেও তিউনিসিয়ার জন্য ছিলো তা ছিলো বিশ্বকাপে টিকে থাকার লড়াই। যার প্রমাণ আফ্রিকার দলটি দিয়েছে মাঠের খেলাতেই। ম্যাচের শুরু থেকেই এমবাপ্পে-গ্রিজম্যান বিহীন ফ্রান্সকে চেপে ধরে তিউনিসিয়া। ম্যাচের ৮ মিনিটে ফরাসিদের জালে বল জড়িয়ে উল্লাসে মেতে উঠে তিউনিসিয়া। ফ্রি-কিক থেকে পাওয়া বলে পা ছুইয়ে লক্ষ্যভেদ করেন নাদের ঘানদ্রি। তবে অফসাইডের কারণে তা বাতিল ঘোষণা করা হয়।

১২ মিনিটে দারুণ একটি সুযোগ নষ্ট করেন ওয়াহবি খাজরি। ২৫ মিনিটে কিংসলে কোম্যান আক্রমণের চেষ্টা করলেও তা নসাৎ করে দেন রাফায়েল ভারান। ২৭ মিনিটে কামাভিঙ্গাকে ফাউলের কারণে ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখেন তিউনিসিয়ার খেচরিদা। ৩০ মিনিটে দারুণ এক ক্ষিপ্রতায় তিউনিয়ার আরেকটি সুযোগ নষ্ট করে দেন কামাভিঙ্গা।

৩৫ মিনিটে খাজরির আরেকটি গোলের সম্ভাবনা নষ্ট করে দেন হুগো লরিসের পরিবর্তে খেলতে নামা মানদান্দা।  প্রথমার্ধের অতিরিক্ত সময়েও গোল করতে ব্যর্থ হন খাজরি। এতে এগিয়ে থেকে বিরতিতে যাওয়ার সুযোগ হাতছাড়া হয় আফ্রিকার দেশটির। গোল শূন্য অবস্থায় প্রথমার্ধ শেষ করে দুই দল।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭