ইনসাইড গ্রাউন্ড

২-১ গোলের জয়েও গ্রুপ পর্ব থেকে বিদায় মেক্সিকোর


প্রকাশ: 01/12/2022


Thumbnail

গ্রুপ পর্বের ম্যাচ থেকে পয়েন্ট অর্জন করা মেক্সিকো নকআউটে যাওয়ার লক্ষ নিয়ে মাঠে নামে সৌদিআরবের বিপক্ষে। শেষ ম্যাচে সৌদিআরব কে হারাতে পারলে আশা জিইয়ে থাকবে নক আউটের। তবে অপেক্ষা করতে হত পোল্যান্ড-আর্জেন্টাইনদের ম্যাচের দিকেও। নিজেদের তৃতীয় ম্যাচে জয়ের জন্য মরনপণ চেষ্টা করেছে মেক্সিকো। - গোলে ম্যাচটি জিতেও নিয়েছে। ভিন্ন গ্রাউন্ডে পোল্যান্ডও হেরেছে আর্জেন্টাইনদের কাছে।তারপরেও বিদায় নিতে হলো তৃতীয় ম্যাচে ৬১ শতাংশ বল দখলে রাখা মেক্সিকোকে।

দুই দলেরই গোলের  ব্যবধান সমান। যার জন্য পয়েন্ট টেবিলে দুই দলের অবস্থানও সমান। কিন্তু ফিফার অন্য এক নিয়মে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় মেক্সিকানদের। গ্রুপ পর্বের সমান তিন ম্যাচ খেলে হলুদ কার্ডে এগিয়ে ছিলো মেক্সিকো। পোল্যান্ডের হলুদ কার্ডের সংখ্যা কম থাকায় রাউন্ড অফ সিক্সটিনে উঠে যায় লেভানদোভস্কিরা। তিন ম্যাচে পোল্যান্ড হলুদ কার্ড দেখেছে বার অন্যদিকে মেক্সিকো দেখেছে বার। হলুদ কার্ডের পার্থ্যকোর জন্যই বিদায় নিতো হলো মেক্সিকোদের।

 




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭