ইনসাইড পলিটিক্স

আইজিপির সঙ্গে বিএনপির বৈঠক আজ


প্রকাশ: 01/12/2022


Thumbnail

ঢাকায় সমাবেশস্থল নিয়ে জটিলতা নিরসণে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সঙ্গে আজ বৈঠক বসার কথা রয়েছে। বেলা একটায় পুলিশ সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।

গতকাল বুধবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

শায়রুল কবির জানান, আজ বৈঠকে ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশের স্থান নিয়ে পুলিশ প্রধানের সঙ্গে কথা বলবেন বিএনপির নেতারা।‌ পাশাপাশি নেতা–কর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা, হামলা ও রাতে বাসায় বাসায় তল্লাশির নামে হয়রানির বিষয় নিয়েও কথা আলচনা করবেন তারা।

বৈঠকে বিএনপির পক্ষে দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন, ‌প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী ও আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, ঢাকা বিভাগীয় গণসমাবেশ করতে নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুমতি চেয়েছিল বিএনপি। কিন্তু ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বিএনপিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে বলা হয়। সেখানে সমাবেশ করতে ২৬টি শর্ত দিয়েছে পুলিশ। পাশাপাশি সমাবেশের জন্য গণপূর্ত মন্ত্রণালয় থেকেও বিএনপিকে অনুমতি নিতে বলেছে পুলিশ।

পুলিশের এমন নির্দেশনার পর বিএনপি নেতারা বলছেন তারা নয়াপল্টনেই সমাবেশ করবেন। এটাই তাদের দলীয় সিদ্ধান্ত।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭