ইনসাইড গ্রাউন্ড

হৃদরোগ সমস্যায় আবারও হাসপাতালে পেলে


প্রকাশ: 01/12/2022


Thumbnail

বিশ্বকাপের দাদামা চলছে। এক ম্যাচ হাতে রেখেই নকআউটে গেছে ব্রাজিল। এরমাঝে দুশ্চিন্তার খবর, দেশটির ফুটবল কিংবদন্তি পেলেকে আবারও হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আগে থেকেই ক্যান্সারের সঙ্গে লড়ছেন তিনি, এবার হৃদরোগজনিত সমস্যা।

এছাড়া সঙ্গে শরীর ফুলে যাওয়ায় পেলেকে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কিংবদন্তি হৃদরোগ সমস্যায় ভুগছেন, ডাক্তারদের পক্ষ থেকে জানানো হয়েছে এমন।

৮২ বছর বয়সী পেলের শারীরিক অবস্থা নিয়ে অবশ্য উদ্বেগের কিছু বলেননি তার মেয়ে কেলি নসিমেন্তো। 

তিনি জানান, কোলন ক্যান্সারে আক্রান্ত এই মহা তারকাকে রুটিন চিকিৎসার জন্য নেওয়া হয়েছে হাসপাতালে। খুব জরুরি বা নতুন কোনো মারাত্মক পরিস্থিতি তৈরি হয়নি। তার অসুস্থতার খবরে সবার উদ্বেগ ও ভালোবাসাকে আমরা শ্রদ্ধা জানাই।'

গত বছর কোলন ক্যান্সার ধরা পড়ার পর নিয়মিত ক্যামোথেরাপি দেওয়া হচ্ছে পেলেকে। ২০২১ সালের সেপ্টেম্বরে অস্ত্রোপচার করিয়ে তার টিউমার অপসারণ করা হয়।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে দাবি করা হয়েছে, পেলের কেমোথেরাপি চিকিৎসা কাজ করছে না। তিনি ঠিকঠাক খাওয়া-দাওয়াও করতে পারছেন না।

এডিসন আরেন্তেস দো নাসিমেন্তো পেলে নামেই সারা দুনিয়ায় সমাদৃত। সর্বকালের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ফুটবলার তিনি।  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭