ইনসাইড গ্রাউন্ড

মূল লড়াইয়ের আগে জয়ের দেখা পেলো বাংলাদেশ


প্রকাশ: 01/12/2022


Thumbnail

ভিন্ন কন্ডিশনে খেলার অভিজ্ঞতা খুব একটা নেই নারী ক্রিকেট দলের। নিউজল্যান্ডের মাটিতে এটাই প্রথম সফর। প্রথম বারের মত গিয়ে শেষ প্রস্তুতি ম্যাচে জয় তুলে নেয় বাংলাদেশ নারী ক্রিকেট দল। মূল সিরিজ শুরুর পূর্বে জয় পেলো নিগার সুলতানারা। জয়ের আত্নবিশ্বাস নিয়েই মূল লড়াইয়ে মাঠে নামবে নিউজিল্যান্ড নারী দলের বিপক্ষে।

শেষ প্রস্তুতি ম্যাচে ব্যাটে- বলের কমপ্লিট ক্রিকেট খেলে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। গা গরমের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচটি বাংলাদেশ জিতে নেয় উইকেটে। টসে জিতে  ব্যাট করতে নামা নিউজল্যান্ড নারী দল সংগ্রহ করে  ২০ ওভারে ১২৪ রান। তাড়া করতে নেমে উইকেট হাতে রেখেই ম্যাচটি জিতে যায় জাহানারা আলমরা।

টি২০ সিরিজের শেষ প্রস্তুতি ম্যাচে নিউজল্যান্ডকে শুরুতেই ধাক্কা দেন জাহানারা আলম। ম্যাচের তৃতীয় বলে ব্রেক থ্রু এনে দেন দলকে নিউজিল্যান্ড ওপেনার রেবেকা বার্নস মিড অনে উড়িয়ে মারতে গিয়ে হাতে ধরা পরেন। ম্যাচের তৃতীয় ওভারে আবারও আউট হন রেবেকার সাথে নামা নাটালি ডড। পাওয়ার প্লের পর বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা নিজের টানা দুই ওভারে নেন দুই উইকেট। নিউ জিল্যান্ড উইকেট হারায় ৪৬ রানে।

পঞ্চম উইকেটে সাচি সাহরি অধিনায়ক লি কাসপারেক চেষ্টা করেন প্রতিরোধের। তবে সেই চেষ্টাও সফল হয়নি খুব একটা। জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার কাসপারে ফাহিমা খাতুনের বলে সুইপ করতে গিয়ে ঠিকমতো খেলতে পারেননি। বল গড়িয়ে যাচ্ছিল স্টাম্পের দিকে। কাসপারেক তখন হাত দিয়ে সরিয়ে দেন বল। বাংলাদেশের আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। ম্যাচের শুরুতেই উইকেট হারানো নিউজল্যান্ড ২০ ওভার শেষে উইকেট হারিয়ে সংগ্রহ করেন ১২৪ রান।

জবাবে ব্যাট করতে নেমে রান তাড়ায় বাংলাদেশ জয়ের পথে অনেকটা এগিয়ে দেয় উদ্বোধনী জুটি। ওভারে ৬৬ রানের জুটি গড়েন মুর্শিদা খাতুন দিলারা আক্তার। লেগ স্পিনার ডিয়ানা ডাউটির ঝুলিয়ে দেওয়া বল উড়িয়ে মারতে গিয়ে আউট হন দিলারা তবে ২১ বলে ২৪ রানের ইনিংস খেলে আন্তর্জাতিক অভিষেকের দাবিটা তিনি জানিয়ে রাখলেন। এরপরে রান তাড়ায় খুব একটা সমস্যায় পড়েনি বাংলাদেশ। মুর্শিদা খাতুনের ৪২ বলে ৩৮ রান অধিনায়ক নিগার সুলতানার ১৯ বলে ১৯ রান ম্যাচ জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যায়। শেষ কাজ টুকু করেন দুই অভিজ্ঞ ব্যাটার ফারজানা হক ১২ বলে ১৭ রুমানা আহমেদ অপরাজিত রান।

২টি প্রস্তুতি ম্যাচের প্রথমটি হারলেও দ্বিতীয়টি জিতে নেয় বাংলাদেশ। মুল সিরিজের আগে প্রেরণা পাবে জয় থেকে।

ক্রাইস্টচার্চে শুক্রবার শুরু তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১১ ডিসেম্বর থেকে শুরু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭