ইনসাইড গ্রাউন্ড

রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ ফ্রান্সের


প্রকাশ: 01/12/2022


Thumbnail

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে তিউনিসিয়ার কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপে টানা জয়রথ থেমেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে হারের পর ২০১৮ বিশ্বকাপে অপরাজিত থেকে শিরোপা জিতে নেয় ফরাসিরা। কাতার বিশ্বকাপের প্রথম দুই ম্যাচেও সে ধারা অব্যাহত থাকে দলটির। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তিউনিসিয়ার কাছে হার সেই তেতো স্বাদ ফিরে পেলো দিদিয়ের দেশমের দল। তবে ম্যাচটিতে ৯টি পরিবর্তন নিয়ে খেলতে নেমেছিলো ফ্রান্স।

তবে হারের থেকে এই ম্যাচে বিতর্ক সৃষ্টি করেছে ম্যাচের শেষ দিকে আঁতোয়ান গ্রিজম্যানের শেষ মুহুর্তের গোল বাতিল নিয়ে। ম্যাচের ৫৮ মিনিটে ওয়াহবি খাজরির গোলে পিছিয়ে পড়ে ফ্রান্স। খেলায় ফিরতে নিয়মিত একাদশের প্রায় সবাইকেই দ্বিতীয়ার্ধে মাঠে নামান ফরাসি কোচ। তাতেও গোলের দেখা পাচ্ছিলো না তারা। তবে ম্যাচের একদম অন্তিম মুহুর্তে গোল করে দলকে সমতায় ফিরিয়েছিলেন গ্রিজম্যান। তবে ম্যাচ শেষে ভিএআর দেখে অফসাইডের কারণে তা বাতিল ঘোষণা করা হয়। ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় এমবাপ্পে-দেম্বেলেদের। এ ঘটনায় ফিফার কাছে লিখিত অভিযোগ করেছে ফরাসি ফুটবল ফেডারেশন।

এক বিবৃতিতে ফরাসি ফুটবল ফেডারেশন জানায়, রেফারির ভুল সিদ্ধান্তে গ্রিজমানের গোলটি বাতিল হয়েছে। তাই আমরা লিখিত অভিযোগ আনছি। 

তবে অভিযোগটি অফসাইডে গোল বাতিলের জন্য, নাকি শেষ বাঁশি বাজানোর পর নেওয়া সিদ্ধান্তের জন্য তা স্পষ্ট করেনি ফরাসি ফুটবল ফেডারেশন। ম্যাচের কোন সিদ্ধান্ত নিয়ে আপত্তি থাকলে চূড়ান্ত বাঁশি বাজানোর ২৪ ঘন্টার মধ্যে অভিযোগ জানাতে পারে দলগুলো। যদিও এ হারে বিশ্বকাপে ফ্রান্সের মিশনে খুব একটা প্রভাব পড়েনি। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে উঠেছে দলটি।

আগামী ৪ নভেম্বর ‘সি’ গ্রুপের রানার্স আপ পোল্যান্ডের মুখোমুখি হবে ফ্রান্স।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭