ইনসাইড গ্রাউন্ড

প্রথমার্ধে গোল পায়নি ক্রোয়েশিয়া-বেলজিয়াম


প্রকাশ: 01/12/2022


Thumbnail

ভিন্ন দুই সমীকরণ সামনে নিয়ে আল রাইয়ানের আহমেদ বিন আলি স্টেডিয়ামে মাঠে নামে ক্রোয়েশিয়া ও বেলজিয়াম। ম্যাচের শুরু থেকেই বেলজিয়ামের রক্ষণে আক্রমণ চালায় ক্রোয়েশিয়া। প্রথম মিনিটেই পাওয়া সে সুযোগ কাজে লাগাতে পারেনি ক্রোয়েশিয়ান ফুটবলার ইভান পেরিসিচ। ১৩ মিনিটে দারুণ এক সুযোগ হাতছাড়া করেন কেভিন ডি ব্রুইনে। এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট হয় বেলজিয়ামের।

দুই মিনিট পর পেনাল্টি পায় বর্তমান রানার্সআপরা। তবে ভিএআরের সহায়তা নিয়ে রেফারি তা বাতিল  করলেই হতাশ হতে হয় লুকা মদরিচদের। ২৫ মিনিটে উইটসেলের আরেকটি প্রচেষ্টা কাজে লাগেনি। তবে ম্যাচে ক্রোয়েশিয়ার রক্ষণে প্রথম গোছানো আক্রমণ নসাৎ হয়ে যায়। মাঝমাঠ থেকে বল পেয়ে ক্রোয়েটদের রক্ষণে ভীতি ছড়ান মার্টিিনস। প্রথমার্ধের শেষ দিকে ক্রোয়েশিয়াকে এগিয়ে দিতে ব্যর্থ হন সোসা। যোগ করা সময়ে দুই দল বেশ কয়েকটি আক্রমণ চালালেও সেখান থেকে গোল আদায় করে নিতে পারেনি কেউই।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭