ইনসাইড গ্রাউন্ড

নক আউটে যাবার শেষ চেষ্টায় মুখোমুখি জার্মানি-কোস্টা রিকা


প্রকাশ: 02/12/2022


Thumbnail

বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে মাঠে নেমেছে জার্মানি-কোস্টা রিকা। নক আউটে যাওয়ার লক্ষ্য নিয়ে লড়াই করবে উভয় দল। কাতার বিশ্বকাপে শুরুটা বাজে ভাবে শুরু করেছে দুই দলই। স্পেনের বিপক্ষে ৭-০ গোলে বিধ্বস্ত হয়েছে কোস্টা রিকা, অন্যদিকে জার্মানি হেরেছে শক্তির বিচারে বেশ পিছিয়ে থাকা জাপানের বিপক্ষে। শেষ ম্যাচে কোস্টা রিকাকে হারালেও প্রাথর্না করতে হবে স্পেনের বিপক্ষে জাপানের হারের জন্য। এ দিকে কোস্টা রিকা যদি পুরো ম্যাচ জার্মানদের রুখে দিতে পারে  তাহলে নক আউট পর্বে উঠে যাবে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে।

আজকের ম্যাচটি  মাঠের লড়াইয়ে যেমন গুরুত্বপূর্ণ তেমনি ফুটবল ইতিহাসেও এটি রেকর্ড বইয়ে লেখা হয়ে থাকবে। কারন বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মত মূল রেফারির দায়িত্বপালন করবেন একজন নারী রেফারি। ফ্রান্সে জন্ম গ্রহণ করা স্টেফানি ফ্রাপার্ট পরিচালনা করবেন জার্মান- কোস্টা রিকার গুরুত্বপূর্ণ ম্যাচটি। এর মধ্যে দিয়ে ফুটবল বিশ্বকাপে অভিষেক ঘটবে নারী রেফারিদের।

টিকে থাকার লড়াইয়ে আজকে যে একাদশ নিয়ে মাঠে নেমেছে দুই দলঃ

জার্মানির একাদশঃ নয়ার( গোলরক্ষক), রাম, লিওন, রুডিগার, সুলে, গুন্দোগান, কিমিখ, মুসিয়ালা, সানে, ন্যাব্রি, মুলার।

ফর্মেশনঃ ৪-২-৩-১

কোস্টা রিকার একাদশঃ নাভাস(গোলরক্ষক), ডুয়ার্টে, ভার্গাস, ওয়াস্টন, ওভিয়েডো, টেজেডা, জন পাবলো, ফুলার, ব্রান্ডোন, ক্যাম্পবেল, ভেনেগাস।

ফর্মেশনঃ ৩-৪-২-১



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭