ইনসাইড গ্রাউন্ড

ক্যামেরুনের বিপক্ষে জয়ের লক্ষ্যে মাঠে নামবে ব্রাজিল


প্রকাশ: 02/12/2022


Thumbnail

কাতার বিশ্বকাপে অন্যতম হট ফেভারিট দল ব্রাজিল। মাঠে যে কোন প্রতিপক্ষকে রুখে দেওয়ার সামর্থ্য রয়েছে বারের বিশ্বচ্যাম্পিয়নদের। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জয়ে নিশ্চিত করেছেন দ্বিতীয় রাউন্ড। সার্বিয়ার বিপক্ষে চোটের আঘাতে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ থেকে ছিটকে গেছে দলের অন্যতম তারকা নেইমার। এরপর দানিলো এবং আলেক্স সান্দ্রোর ইনজুরি কারণে কিছুটা চিন্তায় ব্রাজিল শিবিরে। তবে নকআউট নিশ্চিত করায় নির্ভার রয়েছে দলের কোচ তিতে। জি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আজ লুসাইল আইকনিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা মাঠে নামবে ক্যামেরুনের বিপক্ষে।

ক্যামেরুনের বিপক্ষে এর আগে ৬টা ম্যাচ খেলেছে ব্রাজিল। এর মধ্যে পাঁচবারই জয় পেয়েছে সেলেসাওরা। মাত্র একটি জয় রয়েছে ক্যামেরুনের ঝুলিতে ২০০৩ সালে ফিফা কনফেডারেশন্স কাপে ব্রাজিলকে - গোলে হারিয়েছিলেন স্যামুয়েল ইতোরা। বিশ্বকাপে দুই দল দুবার মুখোমুখি হয়েছে। ১৯৯৪ সালে ব্রাজিল জয় পেয়েছে - গোলে। ২০১৪ সালে সেলেসাওরা - গোলে হারিয়েছে ক্যামেরুনকে। 

ক্যামেরুন যে ভালো মানের দল নিঃসন্দেহে স্বীকার করেন ব্রাজিল কোচ তিতের। ক্যামেরুনের বিপক্ষে মাঠের নামার আগে সংবাদ সম্মেলনে তিতে বলেন, ‘আমাদের লক্ষ্য থাকে জয় নিয়ে মাঠ ছাড়ার। সেটা যেভাবেই হোক। খেলা প্রতিদিন একরকম হয় না। প্রতিপক্ষ বিবেচনায় রেখেই আমরা পরিকল্পনা সাজাই। 

ব্রাজিলের বিপক্ষে খেলতে নামার আগে কিছুটা নির্ভারই থাকছেন ক্যামেরুন কোচ রিগোবার্ট সঙ। তিনি বলেন, ‘ব্রাজিল নিঃসন্দেহে ফেবারিট দল। তবে আমরা নিজেদের সেরা খেলাটাই খেলতে চা। গ্রুপ ‘জি’ থেকে ক্যামেরুনের এখনো সুযোগ রয়েছে রাউন্ড অফ সিক্সটিনে যাওয়ার। তবে সেটি নির্ভর করবে সুইজারল্যান্ড সার্বিয়ার ম্যাচের উপর।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭