ইনসাইড গ্রাউন্ড

২০২৩ আইপিএল নিলামে ৬ বাংলাদেশী ক্রিকেটার


প্রকাশ: 02/12/2022


Thumbnail

বাংলাদেশের হয়ে প্রথম আইপিলে প্রতিনিধিত্ব করেন আব্দুর রাজ্জাক। ২০০৮ সালে অনুষ্ঠিত ইডিয়ান প্রিমিয়ার লীগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হয়ে খেলেন তিনি। এরপর মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে যান মোহাম্মদ আশরাফুল কোলকাতার হয়ে মাশরাফি বিন মর্তুজা। তারা কেউই নিয়মিত হতে পারেননি জনপ্রিয় টুর্নামেন্টে। কিন্তু বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান ২০১১ সাল থেকে প্রায় নিয়মিত খেলে যাচ্ছেন আইপিএল। সাকিবের পরে দ্বিতীয় বাংলাদেশী হিসেবে নিয়মিত আইপিল খেলছেন মোস্তাফিজুর রহমান। বাঁহাতি ফাস্ট বোলার মোস্তাফিজ জাতীয় দলে অভিষেক হওয়ার পর থেকেই ভিবিন্ন দলে নিয়মিত খেলছেন আইপিলে।  

২০২৩ সালে বসতে যাচ্ছে আইপিএলের ১৬ তম আসর। আসরের জন্য নিলামে সবমিলিয়ে ৯৯১ জন ক্রিকেটার নাম লিখিয়েছেন। যেখানে সর্বোচ্চ ক্রিকেটার রয়েছেন ভারতের ৭১৪ জন। এছাড়া বিদেশি ক্রিকেটার রয়েছেন ২৭৭ জন।

এই বিদেশিদের তালিকায় বাংলাদেশ থেকেও রয়েছেন জন ক্রিকেটার। ২০২৩ সালের আইপিএল নিলামে নাম লেখানো বাংলাদেশী ক্রিকেটার হলেন সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, শরিফুল ইসলাম, এবং নাসুম আহমেদ। এদের মধ্যে সাকিব ছাড়া কারোর আইপিল খেলার অভিজ্ঞতা নেই।  

এছাড়া বাংলাদেশ দলের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে রিটেইন করেছে দিল্লি ক্যাপিটালস। বিদেশিদের মধ্যে অস্ট্রেলিয়া সবচেয়ে বেশি ৫৭ জন ক্রিকেটার নাম লিখিয়েছেন এবারের আসরের নিলামে। দ্বিতীয় সর্বোচ্চ ৫২ জন রয়েছেন সাউথ আফ্রিকার। 

এছাড়া আফগানিস্তান থেকে ১৪, ইংল্যান্ড ৩১, আয়ারল্যান্ড , নামিবিয়া , নেদারল্যান্ডস , নিউজিল্যান্ড ২৭, শ্রীলঙ্কা ২৭, সংযুক্ত আরব আমিরাত , ওয়েস্ট ইন্ডিজ ৩৩ এবং জিম্বাবুয়ে থেকে নিবন্ধন করেছেন জন ক্রিকেটার। সর্বনিম্ন  জন ক্রিকেটার নিবন্ধন করেছেন স্কটল্যান্ড থেকে।

চলতি মাসের ২৩ ডিসেম্বর কোচিতে অনুষ্ঠিত হবে এবারের আইপিএলের মিনি নিলাম।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭