ইনসাইড গ্রাউন্ড

বিশ্বকাপে দ্বিতীয়বার মুখোমুখী হতে যাচ্ছে, উরুগুয়ে-ঘানা


প্রকাশ: 02/12/2022


Thumbnail

সাবেক দুই বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে আজ রাত ৯ টায় মাঠে নামতে যাচ্ছে ঘানার বিপক্ষে। গ্রুপে পয়েন্ট টেবিলে ঘানার অবস্থান দ্বিতীয় হলেও এখনো নিশ্চিত নয় ২য় রাউন্ড। অন্যদিকে উরুগুয়েরও সুযোগ রয়েছে রাউন্ড অফ সিক্সটিনে যাওয়ার। উরুগুয়ে এবার ২০২২ কাতার বিশ্বকাপের  অভিষেক ম্যাচটি গোল শূন্য ড্র করে দক্ষিণ কোরিয়ার সাথে। দ্বিতীয় ম্যাচটিতে তারা পর্তুগালের সাথে হেরে যায় ২-০ গোলে। গ্রুপ পর্বের একটি ম্যাচ ড্র করে অনেকটা সামঞ্জস্য বজায় রাখে নিজেদেরকে মাঠে টিকিয়ে রাখতে। ঘানার বিপক্ষে ম্যাচটিতে যদি তারা জয় না পায় তাহলে এইচগ্রুপ পর্ব থেকেই তারা বাদ পড়বে সেটি নিশ্চিত।

ঘানার এদিকে একটি ম্যাচে জয় আরএকটিতে পরাজয় রয়েছে। তাই তারা আপাতত ব্যালেন্সের মধ্যে থাকলেও শেষ ম্যাচটিতে জয় না পেলে পয়েন্টের দিক থেকে তারা পিছিয়ে পড়বে। যদি উরুগুয়ের বিপক্ষে ম্যাচটি ড্র করে তাহলে চার পয়েন্ট নিয়ে অপেক্ষা করতে হবে দক্ষিণ কোরিয়া-পর্তুগালের ম্যাচের দিকে। তাই এই ম্যাচটিতে নিজেদের জয় নিশ্চিত করতে তারা সর্বাত্মক চেষ্টা করবে।

কাতার বিশ্বকাপে মাঠে নামার আগে দুই দল মুখোমুখি হয়েছে একবার। একমাত্র ম্যাচটি খেলেছিলো ২০১০ সালের বিশ্বকাপে। কোয়ার্টার ফাইনালে সেবার পেনাল্টিতে উরুগুয়ের কাছে হেরে যায় ঘানা।

১৯৩০ সালে নিজ দেশে অনুষ্ঠিত বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে প্রথম বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড রয়েছে উরুগুয়ের। এরপর ১৯৫০ সালেও দ্বিতীয় বারের মত চ্যাম্পিয়ন হয় কাভানি, সুয়ারেজের দল। অন্যদিকে ঘানা প্রথমবারের মত বিশ্বকাপ খেলে ২০০৬ সালে। সেরা সাফল্য বলতে ২০১০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে দলটির। তবে আফ্রিকা বিশ্বকাপে দুদার্ন্ত খেলে শেষ পর্যন্ত ট্রাইবেকারে হারতে হয় মুহাম্মদ কুদ্দুস, আন্দ্রে আইয়েদের। সে ম্যাচটিতে - পেনাল্টিতে হেরে যায় ঘানা।

উরুগুয়ের বিশ্বকাপ দলে রয়েছেন বিশ্বতারকা দুই ফুটবলার এডিসন কাভানি,এবং সাবেক বার্সেলোনা তারকা লুইস সুয়ারেজ। দুইজনের সামর্থ্য রয়েছে প্রতিপক্ষকে দমিয়ে রাখার। ম্যাচের মোড় যে কোন সময়ে ঘুরিয়ে দিতে সক্ষম তারা। যদিও কাতার বিশ্বকাপে এখন পর্যন্ত নজড়কাড়া কোন সাফল্য নেই দুই তারকার। উরুগুয়ের রয়েছে আরও একটি রেকর্ড বিগত এক শতাব্দি ধরে বিশ্বকাপে আফ্রিকার কোন দেশের বিপক্ষে হারতে হয়নি সুয়ারেজদের।

অন্য দিকে আফ্রিকার দেশ ঘানার এখন পর্যন্ত বিশ্বকাপের পারফরম্যান্স প্রশংসনীয় হলেও উরুগুয়ের বিপক্ষে জিততে হলে দিতে হবে শতভাগ। ঘানার দলে রয়েছে ইউরোপের ক্লাবে খেলা বেশ কয়েকজন ফুটবলার। শারীরিক সক্ষমতায় বেশ এগিয়ে আফ্রিকার দেশটি। নিজেদের শক্তিমত্তা কাজে লাগিয়ে কাতার বিশ্বকাপে টানা দুইটি জয় তুলে নিতে চাইবে অটো আডোর দল।

আজ রাত রাউন্ড অফ সিক্সটিন নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নামবে ঘানা-উরুগুয়ে। কাতারের আল জানোব স্টেডিয়ামে রাত ৯টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭