ইনসাইড গ্রাউন্ড

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে রিকি পন্টিং


প্রকাশ: 02/12/2022


Thumbnail

অস্ট্রেলিয়া ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক রিকি পন্টিং হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ধারাভাষ্য দেওয়ার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। এরপরই তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। অস্ট্রেলিয়ার স্থানীয় গণমাধ্যম এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে। 


সংবাদ মাধ্যমে জানানো হয়  অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের তৃতীয় দিনের মধ্যাহ্নভোজের সময় হৃদপিণ্ডে সমস্যার কারণে পন্টিংকে পার্থের একটি হাসপাতালে নেওয়া হয়।তবে তিনি সুস্থ আছেন বলে সতীর্থদের জানিয়েছেন। পার্থে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে সরকারি সম্প্রচারকারী সংস্থা চ্যানেল সেভেনের হয়ে ধারাভাষ্যের দায়িত্বে ছিলেন পন্টিং। মধ্যাহ্নভোজের পর মাঠ ছেড়ে বেরিয়ে যান। শনিবারে তিনি ধারাভাষ্যে করবেন সেটি এখনো নিশ্চিত নয়।


এদিকে ৪৭ বছরের পন্টিং নিজের সতীর্থদের জানিয়েছেন, তার শারীরিক অবস্থা একেবারে ঠিক আছে। হঠাৎ শরীর খারাপ হওয়ায় হাসপাতালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭