ইনসাইড গ্রাউন্ড

জি' গ্রুপ: ম্যাচ প্রেডিকশন


প্রকাশ: 02/12/2022


Thumbnail

নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে ব্রাজিল ও ক্যামেরুন। এরই মধ্যে বিশ্বকাপের নকআউট নিশ্চিত হয়ে গেছে ব্রাজিলের। এই ম্যাচ থেকে এক পয়েন্ট পেলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে খেলবে সেলেসাওরা। প্রথম দুই ম্যাচে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে বিশ্বকাপ শিরোপার দাবি জানিয়ে রেখেছে ভিনিসিউস-রদ্রিগোরা।

দুই ম্যাচ শেষে ১ পয়েন্ট নিয়ে এখনো পরের রাউন্ডে যাওয়ার ক্ষীণ সম্ভাবনা বেঁচে রয়েছে ক্যামেরুনের। সে পথে হাঁটতে ব্রাজিলের বিপক্ষে জয় ভিন্ন কোন বিকল্পই নেই ক্যামেরুনের। নিশ্চিতভাবেই এই ম্যাচে যোজন যোজন এগিয়ে থাকবে ব্রাজিল। নিজেদের জয়রথ অব্যাহত রাখার লক্ষ্য থাকবে সেলেসাওদের। নানা জরিপ ও বিশ্লেষকদের মতামত, ৩-০ গোলে জিতবে ব্রাজিল। ক্যামেরুনের জয়ের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেয়া যায় না। বাঁচা মরার লড়াইয়ে ২-১ গোলে ম্যাচটি জিতে নিতে পারে তারাও।

আরেক ম্যাচে মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও সার্বিয়া। ৩ পয়েন্ট নিয়ে সুইসরা অনেকটাই এগিয়ে রয়েছে রাউন্ড অব সিক্সটিনের পথে। তবে এই দুই দলের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। খেলার মাঠের লড়াইয় ছাপিয়ে সেখানে প্রভাব ফেলে মাঠের বাইরের নানা ঘটনা। ফলে হাড্ডাহাড্ডি এক লড়াইয়ের অপেক্ষায় ফুটবল বিশ্ব। সবশেষ রাশিয়া বিশ্বকাপেও দেখা হয়েছিলো দুই দলের। সে ম্যাচে জয় পেয়েছিল সুইসরা। আজও সার্বিয়ার বিপক্ষে তেমন কিছু ঘটাবে সুইজারল্যান্ড- এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। ২-১ গোলে জয় পাবে গ্রানিত জাকা-জর্দান শাকিরিরা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭