ইনসাইড গ্রাউন্ড

দ্বিতীয়ার্ধ্বের শুরুতে আবারও গোলের দেখা পেলো সুইজারল্যান্ড


প্রকাশ: 03/12/2022


Thumbnail

বিশ্বকাপের নক আউট পর্বে যেতে হলে এই ম্যাচ জিততেই হবে সার্বিয়াকে। অন্যদিকে ড্র করলেও সুবিধাজনক অবস্থায় থেকে দ্বিতীয় রাউন্ড যাওয়ার প্রবল সম্ভাবনা ছিলো সুইজারল্যান্ডের। এমন অবস্থায় গ্রুপ পর্বের সর্বশেষ পর্যায়ের ম্যাচে ২-২ গোলের ব্যবধানে সমতায় থেকে বিরতিতে যায় দুই দল। সুইজারল্যান্ডের পক্ষে গোল করেন শাকিরি ও এম্বোলো। সার্বিয়ার হয়ে গোল করেন ভালেহোভিচ ও মিত্রোভিচ। ম্যাচের ৪৫ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে ছিলো সার্বিয়া। কিন্তু বলকান দেশটির বিপক্ষে প্রথমার্ধ্বের শেষ মিনিটে সুইসদের হয়ে গোল করেন এম্বোলো। ফলে সমতা নিয়েই বিরতিতে যায় সুইজারল্যান্ড।

উত্তেজনাপূর্ণ ম্যাচে দুই দলের সমান দুটি করে গোল নিয়ে প্রথমার্ধ্ব শেষ করে উভয় দল। বিরতি থেকে ফিরেই তৃতীয় গোলের দেখা পান সুইজারল্যান্ড। দ্বিতীয়ার্ধ্বের ৪৮ মিনিটের মাথায়  ৩-২ গোলে দলকে এগিয়ে নেন ফ্রেউলার। সতীর্থ ভার্গাসের সহায়তায় গোলটি করেন সুইস মাঝ মাঠের খেলোয়াড় ফ্রেউলার।

ফলে এখন পর্যন্ত ৩-২ গোলে এগিয়ে সুইজারল্যান্ড।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭