ইনসাইড গ্রাউন্ড

নক আউট নিশ্চিত সুইজারল্যান্ডের, বিশ্বকাপ থেকে বিদায় সার্বিয়ার


প্রকাশ: 03/12/2022


Thumbnail

কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে কোন ম্যাচ না জিতেই বিদায় নিলো সার্বিয়া। ্সার্বিয়ার বিশ্বকাপ ইতিহাসে এ প্রথম কোন ম্যাচ না জিতেই বিদায় নিতে হলো বিশ্বকাপ থেকে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ব্রাজিলের কাছে ২-০ গোলের হার, দ্বিতীয় ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে ড্র এবং শেষ ম্যাচে সুইজারল্যান্ডের সাথে ৩-২ গোলের ব্যবধানে হেরে গ্রুপ পর্বের পয়েন্ট টেবিলের তলানীতে থেকে বিদায় নিতে হলো সার্বিয়াকে। অন্যদিকে গ্রুপের  ব্রাজিলের সাথে হারলেও ক্যামেরুনের বিপক্ষে জিতে তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে ছিলো সুইজারল্যান্ড। সার্বিয়াকে হারালেই উঠে যেতো দ্বিতীয় রাউন্ডে। এমন ম্যাচে সেটি করে দেখালো, ম্যানুয়েল অ্যাকাঞ্জি, শাকিরিরা। ৩-২ গোলের ব্যবধানে হারিয়ে দেয় সার্বিয়াকে। নিশ্চিত করে শেষ ষোলো।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্নক খেলতে থাকে সার্বিয়া। একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে পড়ে সুইজারল্যান্ড। সুইস ডি বক্সের মধ্যে বারবার বল নিয়ে ঢুকলেও গোলের দেখা পাচ্ছিলেন না সার্বিয়া।  বিপরীতে ম্যাচের ২০ মিনিটে গোল খেয়ে বসে সার্বিয়া। কাউন্টার অ্যাটাক থেকে শাকিরির বাঁ পায়ের দারুণ শটে প্রথম গোলের দেখা পায় সুইজারল্যান্ড। গোল খেয়ে মরিয়া হয়ে উঠে সার্বিয়া। ২৬ মিনিটেই সমতায় ফিরে সার্বিয়া। বাঁ পাশ থেকে ট্যাডিচের দারুণ ক্রসে হেড  দিয়ে দলকে সমতায় ফেরান দলের স্ট্রাইকার মিত্রোভিচ। শেষ সাত ম্যাচে এটি মিত্রোভিচের অস্টম গোল। ম্যাচের ৩৬ মিনিটে আবারও  এগিয়ে যায় সার্বিয়া। দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন দুসান ভালেহোভিচ। ম্যাচে সার্বিয়া এগিয়ে যায় ২-১ গোলে। তবে সার্বিয়া বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি। ম্যাচের ৪৫মিনিটেই সুইজারল্যান্ডকে সমতায় ফেরান এম্বোলো। ফলে ২-২ গোল নিয়ে বিরতিতে যায় উভয় দল।

বিরতি থেকে ফিরেই ৩য় গোলের দেখা পায় সুইজারল্যান্ড। ফ্রেইলরের দারুণ গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় সুইজারল্যান্ড। সার্বিয়া শেষ পর্যন্ত চেষ্টা করে ও ভালো ফিনিশিং এর অভাবে ৩-২ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭