ওয়ার্ল্ড ইনসাইড

১০০ বিলিয়ন ডলার রেমিট্যান্সের রেকর্ড গড়ার পথে ভারত


প্রকাশ: 03/12/2022


Thumbnail

প্রবাসী আয় বা রেমিট্যান্সের নতুন রেকর্ড গড়ার পথে ভারত। বিশ্বব্যাংক জানিয়েছে, বিশ্বের প্রথম দেশ হিসেবে চলতি বছরের ১০০ বিলিয়ন ডলার রেমিট্যান্স অর্জন করতে চলেছে ভারত।

যুক্তরাষ্ট্র ও উন্নত দেশগুলোতে শ্রমিকের বেতন বৃদ্ধি ও চাহিদা বাড়ায় ভারত এই মাইলফলক ছুঁতে চলেছে। এ বছর বিশ্বে রেমিট্যান্স পাঠানোর হার ৫ শতাংশ বেড়েছে।

রেমিট্যান্স অর্জনের সেরা দেশের তালিকায় আছে মেক্সিকো, চীন, মিশর ও ফিলিপাইন।

সাম্প্রতিক সময়ে ভারতীয়রা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সিঙ্গাপুরের মতো দেশে মোটা অঙ্কের বেতনে চাকরি করছেন। প্রবাসীদের এই আয় ভারতের জিডিপির ৩ শতাংশের মতো।

ভারত ও নেপালের রেমিট্যান্স বাড়ার সময়ে এশিয়ার অনান্য দেশের প্রবাসী আয় ১০ শতাংশের বেশি কমেছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭