ইনসাইড গ্রাউন্ড

দেশের ১৫তম ওয়ানডে অধিনায়ক হচ্ছেন লিটন কুমার দাস


প্রকাশ: 03/12/2022


Thumbnail

২০ ওভারের ম্যাচে অধিনায়কত্ব করলেও, ৫০ ওভার ম্যাচে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা নেই বর্তমান বাংলাদেশ ক্রিকেট টিমের নির্ভরযোগ্য ব্যাটসম্যান লিটন দাসের। এবার ৫০ ওভার ম্যাচে অধিনায়ক হিসেবেও অভিষেক ঘটতে যাচ্ছে লিটনের। ভারত সিরিজে তামিম না থাকায় বিসিবি জানিয়েছে, ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করবেন লিটন কুমার দাস।  

এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন লিটন। ২০২১ সালের নিউজিল্যান্ড সফরে নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ চোটে পড়ায় এক ম্যাচে অধিনায়কত্ব করেছেন তিনি।

আগামী ডিসেম্বর তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে এই সংস্করণে অধিনায়ক হিসেবে অভিষেক হবে লিটনের। বাংলাদেশের ১৫তম ওয়ানডে অধিনায়ক হবেন লিটন।

বর্তমান সময়ে ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছেন লিটন। ভারতের বিপক্ষে একদিনের ম্যাচে সেঞ্চুরিও রয়েছে ব্যাটারের। সদ্য টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ভারতীয় বোলারদের উপর চওড়া হয়ে খেলেন অসাধারণ এক ইনিংস। এখন দেখার অপেক্ষায় ভারতের বিপক্ষে কেমন অধিনায়কত্ব করবে লিটন।

গতকাল জানা গিয়েছে ইনজুরির কারণে ভারতের বিপক্ষে খেলতে পারছেন না ৫০ ওভার ম্যাচের নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল। বিসিবির মেডিকেল বিভাগ থেকে জানানো হয় চোটের ইনজুরির জন্য দুই সপ্তাহ বিশ্রাম নিতে হবে টাইগার ওপেনারকে।

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭