ইনসাইড গ্রাউন্ড

২৬ বছর পর মুখোমুখি ফ্রান্স-পোল্যান্ড


প্রকাশ: 03/12/2022


Thumbnail

১৯৮৬ সালের পর এই প্রথম নকআউট পর্ব নিশ্চিত করলো পোল্যান্ড। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ সবার আগে শেষ ষোলো নিশ্চিত করা এবং গতবারের বিশ্বচ্যাম্পিয়ন দল ফ্রান্স।

দোহার আল থুমামা স্টেডিয়ামে আগামী রবিবার বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে নামবে ফ্রান্স ও পোল্যান্ড।

এবারের ম্যাচটির আগে দেখে নেওয়া যাক আরও কিছু পরিসংখ্যান। 

পোল্যান্ডের বিপক্ষে সব মিলিয়ে সবশেষ সাত ম্যাচে অপরাজিত আছে ফ্রান্স (জয় ৩, ড্র ৪)। দলটির বিপক্ষে ফরাসিরা সবশেষ হেরেছিল ১৯৮২ সালে প্রীতি ম্যাচে (৪-০ গোলে)। 

৩৬ বছর পর বিশ্বকাপে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে পোল্যান্ড। ১৯৮৬ আসরে শেষ ষোলোয় তাদের ৪-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। 

এখন পর্যন্ত বিশ্বকাপে একবারই সাক্ষাৎ হয়েছে ফ্রান্স ও পোল্যান্ডের। ১৯৮২ আসরের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ৩-২ গোলে জিতেছিল পোলিশরা। দুই দলের সবশেষ দুটি ম্যাচ ছিল ১৯৯৬ ইউরো বাছাইয়ে, উভয় ম্যাচই ড্র হয়েছিল।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭