ইনসাইড গ্রাউন্ড

হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের বাঘিনীদের


প্রকাশ: 03/12/2022


Thumbnail

তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে প্রথমবারের মত নিউজল্যান্ড সফরে যায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। কন্ডিশনের সঙ্গে মিলিয়ে নিতে স্বাগতিকদের বিপক্ষে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলে জাহানারা আলমরা। প্রথমটি হারলেও ২য় প্রস্তুতি ম্যাচে জয়লাভ করে বাংলাদেশের বাঘিনীরা।

মূল সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ৩২ রানে অলআউট হয় বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম ম্যাচেই ১৩২ রানের বিশাল পরাজয় জাহানারা আলম, রিতু মনিদের।

নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় কিউই অধিনায়ক সফি ডিভাইন। প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক সফি ডিভাইনের ৪৫ আর সুজি বেটসের ৪১ রানে ভর করে উইকেটে ১৬৪ তুলেছিল নিউজিল্যান্ড নারী দল। বাংলাদেশের জাহানারা আলম, রিতু মনি আর নাহিদা আক্তার একটি করে উইকেট নেন।

জবাবে ১৬৪ রান তাড়া করতে নেমে ১৪. ওভারেই ৩২ রানে অলআউট হয় টাইগ্রেসরা। দলের কেউ দুই অংকের ঘর ছুঁতে পারেননি। নিউজিল্যান্ডের পেসার লিয়া তাহুয়ু ৪টি আর জেনসেন ৩টি উইকেট নেন।

সিরিজের দ্বিতীয় টি- টোয়েন্টি অনুষ্ঠিত হবে তারিখ ভোর চারটায় ইউনিভার্সিটি ওভাল গ্রাউন্ডে।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭