ইনসাইড বাংলাদেশ

নাটোরে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ১২


প্রকাশ: 03/12/2022


Thumbnail

নাটোরের সিংড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় ১২ জন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার সকালে চলনবিলের দুর্গম ডাহিয়া ইউনিয়নের বেড়াবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ৯ জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

আহতদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরে ১৩ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এলাকার আধিপত্য নিয়ে রেজা-সাইফুল ও ইউপি সদস্য মানিক হোসেনের সাথে ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ২০১৬ সালে বেড়াবাড়ি গ্রামে রেজাউল নামে একজন নিহত হয়। ওই হত্যা মামলার আসামি হয় সাইফুলসহ তার সমর্থরা। আনোয়ার হোসেনসহ তার সমর্থকরা ওই মামলার সাক্ষী। সম্প্রতি সাইফুলের নেতৃত্বে তার সমর্থকরা বাদী পক্ষকে মামলা তুলে নিতে ও সাক্ষী না দিতে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন। প্রতিপক্ষ আনোয়ারের সমর্থকরা এঘটনার প্রতিবাদ জানালে নতুন করে বিরোধ বাধে। স্থানীয় মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে বিরোধ চরমে ওঠে। শুক্রবার মসজিদের কমিটি গঠন হওয়ার কথা থাকলেও তা হয়নি।

নিহত রেজাউলের স্ত্রী মনিরা বেগম জানান, শনিবার সকালে তার স্বামী হত্যা মামলার ৩ নম্বর আসামি সাইফুলের নেতৃত্বে সাক্ষীদের ওপর অতর্কিত হামলা চালানো হয় । হামলাকারীরা বন্দুকের গুলিও ছোড়ে। এছাড়া ধারালো অস্ত্র দিয়ে কয়েকজন কুপিয়ে আহত করে। এই সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় শামীম প্রামাণিক, মনসুর রহমান, আলী আজগর, আব্দুল মান্নান, সাইদুর, সবুজ, শুভ, আব্দুর রউফ, দীপন, জামাল, বাবু সরকার, আমিরুল তালুকদার নামে ১২ জন গুলিবিদ্ধ হন। এছাড়া মোজাম্মেল, লাকী বেগম ও শিরিনা বেগমকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ সাইফুল গ্রুপ। তাদের সিংড়া উপজেলা হাসপাতালে ভর্তি করার পর ১৩ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে জানতে ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আনোয়ার হোসেনের মোবাইল ফোনে যোগাযোগ করলে ফোন বন্ধ পাওয়া যায়।
এদিকে সাইফুলের সাথে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা ও বানোয়াট দাবি করে বলেন, তিনি বেশ কয়েকদিন ধরে নাটোরে রয়েছেন। তাকে বিপদগ্রস্ত করতে প্রতিপক্ষরা এই ঘটনা নিজেরা করে আমাদের ওপর দায় চাপাচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য মানিক হোসেন বলেন, দুই ভাই সাইফুল ও রেজাকে বিপদে ফেলতে আনোয়ার ও তার সমর্থকরা এই ঘটনা ঘটিয়েছেন। তারা সাইফুল-রেজার সমর্থকদের ওপর অর্তকিতে হামলা করে এবং অবৈধ অস্ত্র দিয়ে গুলিও চালায়। এতে অনেকেই আহত হয়েছে। আহতদের মধ্যে জয়নাল,শুভ ,সেন্টু ও হেলালকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুন সাংবাদিকদের বলেন, বেড়াবাড়ি গ্রামে দুই গ্রুপের দ্বন্দ্ব দীর্ঘদিন যাবৎ। বার বার চেষ্টা করেও ওই দুই গ্রুপের মধ্যকার বিরোধের সমাধান করতে পারিনি। প্রশাসনের কাছে আবেদন এলাকায় শান্তি ফেরাতে তারা যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
সিংড়া থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের সময় গুলি বর্ষণ করার সত্যতা পাওয়া গেছে। তবে কোন পক্ষ থেকে গুলিবর্ষণ করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। একটি পক্ষের কাছে লাইসেন্সকৃত বন্দুক রয়েছে বলে জেনেছি। সংঘর্ষে ১৩ জন আহত হওয়ার সত্যতা পাওয়া গেছে। এদের কয়েক জনের শরীরে বন্দুকের রাবার কার্টিজের অস্তিত্ব রয়েছে।

ওসি আরও জানান, কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭