ইনসাইড গ্রাউন্ড

বাংলাদেশের সামনে টার্গেট ১৮৭ রানের


প্রকাশ: 04/12/2022


Thumbnail

বাংলাদেশের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি ভারতের। দলীয় ২৩ রানের মাথায় প্রথম উইকেট হারায় সফরকারীরা। এরপর রোহিত-কোহলির ২৫ রানের জুটি লম্বা করতে দেননি সাকিব আল হাসান। দলীয় ১১তম ওভারে এসেই ২য় বলে তুলে নেন রোহিতের উইকেট। একই ওভারের শিকার করেন ভারতের নির্ভরযোগ্য ব্যাটসমান বিরট কোহলির উইকেটও। ৪৯ রানে তিন উইকেট হারিয়ে ভারত যখন কিছুটা ব্যাকফুটে। সেখান থেকে দলকে এগিয়ে নেন শ্রেয়াস আইয়ার এবং লোকেস রাহুল। দুইজনের করা ৪৩ রানের জুটি লম্বা করার আগে আবারও ফিরে যান শ্রেয়াস আইয়ার। ইবাদতের ওভারে মারতে গিয়ে মুশফিকের হাতে ধরা পড়েন ৩৯ বলে ২৪ রান করা শ্রেয়াস আইয়ার। ফলে ২১ ওভার শেষে চার উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৯৪ রান। কে এল রাহুলের সাথে ৫ম উইকেট জুটিতে দলীয় সর্বোচ্চ ৬০ রানের পার্টনারশিপ করেন ওয়াসিংটন সুন্দর। ৪৩ বলে ১৯ রান করা সুন্দর অপ্রয়োজনীয় রিভার্স শটে সাকিবের বলে আউট হোন।  ফলে দলের ব্যাটিং বিপর্যয় আরও বাড়তে থাকে। দলকে একাই টেনে নেন কে এল রাহুল। চার নম্বরে ব্যাট করতের নেমে ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস খেলেন কে এল রাহুল। তুলে নেন ক্যারিয়ারের ১১ তম অর্ধশতক। রাহুলের ৭৩ আর অধিনায়ক রোহিতের ২৭ রানের উপর ভর করে সব উইকেট হারিয়ে ১৮৭ রানের টার্গেত দেয় বাংলাদেশকে।

সদ্য টি-টেন খেলে আসা সাকিব মিরপুরে যেনো রাঙ্গালেন অন্যভাবে। এসছে্‌, খেলছেন তুলে নিলেন উইকেট। সিরিজ শুরুর পূর্বে অনুশীলন করেনি দলের সঙ্গে। এমন পারফরম্যান্স  কেবল সাকিবের পক্ষেই সম্ভব। সাকিবের বোলিং তোপে ৫০ ওভার না খেলেই ইল আউট হতে হয় ভারতকে। সাকিব ছাড়াও ইবাদত হোসেন নেন চার উইকেট। মেহেদী মিরাজ তুলে নেন এক উইকেট।  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭