ইনসাইড গ্রাউন্ড

চার উইকেট হারিয়ে ১০০ পার করলো টাইগাররা


প্রকাশ: 04/12/2022


Thumbnail

ছোট টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই নাজমুল শান্তের উইকেট হারায়। এরপর এনামুল হক বিজয় অধিনায়ক লিটনের সঙ্গে ২৬ রানের পার্টনারশিপ গড়ে বিদায় নিলে ক্রিজে আসেন সাকিব আল হাসান। সাকিব-লিটন জুটিতে কিছুটা এগিয়ে যায় বাংলাদেশ কিন্তু সেটাও বেশি দূরে এগিয়ে নিতে পারেননি সদ্য অধিনায়ক হওয়া লিটন কুমার দাস। দলীয় ৭৩ রানে উইকেট কিপার রাহুলের অসাধারণ ক্যাচে আউট হন ব্যাক্তিগত ৪১ রানে। অনেকটা ধীর গতিতে খেলা লিটন  ৪১ রান করতে খেলেছেন ৬৩ বল। সাকিব, লিটন জুটি থেকে আসে দলীয় ৪৮ রান। ৪র্থ উইকেট জুটিতে সাকিব, মুশফিক যোগ করেন আরও ২১ রান। সম্ভাবনা জাগিয়েও ইনিংস বড় করতে পারেন নি সাকিব।  দলীয় ৯৪ রানে আউট হয়ে ফিরে যান তিনিও। আউট হওয়ার আগে  দলের হয়ে করেন ৩৮ বলে ২৯ রান। জয়ের লক্ষে এখন মাঠে ব্যাট করছেন মুশফিক- মাহমুদুল্লাহ।

চার উইকেট হারিয়ে বাংলাদেশ ১০০ পার করলো।       



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭