ইনসাইড গ্রাউন্ড

মিরপুরে হারের পথে বাংলাদেশ, ফিরে গেলেন আফিফও


প্রকাশ: 04/12/2022


Thumbnail

ইতিমধ্যে দলের নির্ভর যোগ্য সব ব্যাটার আউট। শেষের দিকে একমাত্র ভরষার প্রতীক আফিফ হোসেনও ফিরে গেলেন প্যাভিলিয়ানে। ৮ বলের মধ্যে বাংলাদেশ হারাল তৃতীয় উইকেট। সিরাজের বলে এলবিডব্লিউ হয়েছেন হাসান মাহমুদ। রিভিউ কাজে আসেনি। তৃতীয় দফায় সেটি নিতে পেরেছেন সিরাজ। সপ্তম উইকেট হারিয়েছে বাংলাদেশ, জয়ের জন্য এখনো প্রয়োজন ৫৩ রান। আফিফ আউট হওয়ার পর টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ল বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর চেহারা। তাতে কী ফুটে উঠল, সেটি অনুমান করে নেওয়া খুব একটা কঠিন নয়। নয়ে পাঠানো হয়েছিল ইবাদত হোসেনকে। কুলদিপের লেগ সাইডের বল খেলতে গিয়েছিলেন পেছনের পায়ে ভর করে। পেছাতে পেছাতে পা দিয়ে স্টাম্পই ভেঙে দিলেন, হলেন হিট উইকেট। ৩ ওভারে ২২ রান দেওয়া কুলদিপ চতুর্থ ওভার করতে এসে নিলেন ২ উইকেট। ৮ বলের মধ্যে বাংলাদেশ হারাল তৃতীয় উইকেট। সিরাজের বলে এলবিডব্লিউ হয়েছেন হাসান মাহমুদ। রিভিউ নিলেও কন কাজে আসেনি।।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭