ইনসাইড গ্রাউন্ড

নকআউটে ফ্রান্সের মুখোমুখি পোল্যান্ড


প্রকাশ: 04/12/2022


Thumbnail

কাতার বিশ্বকাপে রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে দোহার আল থুমামা স্টেডিয়ামে মাঠে নেমেছে ফ্রান্স ও পোল্যান্ড। গ্রুপ পর্বে দাপট দেখিয়ে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠা প্রথম দল ফ্রান্স। যদিও শেষ ম্যাচে অঘটনের শিকার হয় তিউনিসিয়ার কাছে। তবে দারুণ ছন্দে রয়েছেন দিদিয়ের দেশমের শিষ্যরা। এই ম্যাচে জয় তুলে নিয়ে বিশ্বকাপ শিরোপার পথে আরো একধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্য ফরাসিদের।

নিজেদের ইতিহাসের নবম বিশ্বকাপ খেলতে কাতারে আসে পোল্যান্ড। বিশ্বকাপে দলটির সর্বোচ্চ সাফল্য ১৯৭৪ এবং ১৯৮২ বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন। একবিংশ শতাব্দীতে এটি দলটির চতুর্থ বিশ্বকাপ। আগের ৩টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়া দলটি এবার জায়গা করে নিয়েছে দ্বিতীয় রাউন্ডে। সে ধারা ধরে রাখতে চায় লেভানডফস্কি এন্ড কোং- রা।

দুই দলের একাদশ ও ফর্মেশন:

ফ্রান্স একাদশ:

হুগো লরিস, রাফায়েল ভারন, জুলস কুন্দে, দায়োত উপামেকানো, থিও হার্নান্দেজ, আতোঁয়ান গ্রিজম্যান, অরেলিঁয়া চুয়ামেনি, কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, আদ্রিয়ান রাবিয়োত, অলিভার জিরু।

ফর্মেশন: ৪-২-৩-১

পোল্যান্ড একাদশ:

ওইজচেক সিজনি, কামিল গ্লিক, ইয়াকুব কিউওর, বার্তোস বেরেসজিনিস্কি, গ্রিজর্জ কিরিচুয়াক, সেবাস্তিয়ান সিজিমানস্কি, প্রিজিমিসল ফ্রাঙ্কোভস্কি, ম্যাটি ক্যাশ, রবার্ট লেওয়ানডস্কি, জাকুব কামিনস্কি, পিওতর জিয়েলিনস্কি।

ফর্মেশন: ৪-১-৪-১



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭