ইনসাইড গ্রাউন্ড

এমবাপ্পে ম্যাজিকে শেষ আটে ফ্রান্স


প্রকাশ: 04/12/2022


Thumbnail

এবারের বিশ্বকাপ শিরোপার অন্যতম দাবিদার বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। তবে এই দলটিই বিশ্বকাপ শুরুর আগে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিলো ইনজুরির থাবায়। ৬ জন গুরুত্বপূর্ণ ফুটবলার ছাড়াই রণ-কৌশল সাজাতে হয় ফরাসি কোচ দিদিয়ের দেশমকে। মরার উপর খারার ঘা হয়ে আসে বিশ্বকাপের প্রথম ম্যাচে লুকাস হার্নান্দেজের ইনজুরি। সে ম্যাচের শুরুতেই চোটে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে যান তিনিও।

তবে এসবের কোন কিছুই প্রভাব ফেলতে পারেনি দলটির মাঠের পারফরম্যান্সে। গ্রুপ পর্ব থেকেই মাঠে দাপট দেখাচ্ছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মাঝে তিউনিসিয়ার বিপক্ষে পরীক্ষা-নীরিক্ষার ম্যাচে হারলেও, নকআউটেও দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে লা ব্লুসরা। দোহার আল থুমামা স্টেডিয়ামে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেলো ফ্রান্স।

ম্যাচের প্রথম মিনিটেই ডি-বক্সে ঢুকতে গিয়ে ফাউলের শিকার হন গ্রিজম্যান। সেখান থেকে গ্রিজম্যানের নেয়া ফ্রি-কিক কোন কাজে আসেনি। ৪ মিনিটে কর্নার থেকে পাওয়া বলে ভারানের হেড গোলবারের উপর দিয়ে যায়। ১১ মিনিটে আবারো পোল্যান্ডের রক্ষণে আক্রমণে যায় ফ্রান্স। সেখান থেকে গোলের সুযোগ তৈরি করতে পারেন নি উসমান দেম্বেলে। টানা আক্রমণে ম্যাচের শুরু থেকেই পোল্যান্ডকে চেপে ধরে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

১৩ মিনিটে চুয়ামেনি পোলিশদের ডি-বক্সে ভীতি ছড়ান। গোল আদায়ে ব্যর্থ হন তিনিও। চার মিনিট পর দেম্বেলে আবারো হতাশ করেন দলকে। ২১ মিনিটে লেভানডফস্কির শট সাইড বারের অনেকটা পাশ দিয়ে চলে যায়। ২২ মিনিটে কুন্দের শট সরাসরি চলে যায় সেজনির হাতে। ২৩ মিনিটে বাম পাশ ধরে দৌড়ে আক্রমণে উঠার চেষ্টা করলেও, ম্যাটি ক্যাশের কাছে বল হারান তিনি।

২৯ মিনিটে দেম্বেলের দারুণ ক্রস থেকে এগিয়ে যেতে পারতো ফ্রান্স। তবে ফাঁকা পোষ্ট পেয়েও বল জালে জড়াতে পারেনি অলিভার জিরু। ৩২ মিনিটে ফ্যানকোউস্কিকে ফাউল করে ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখেন চুয়ামেনি।

৩৫ মিনিটে ম্যাটি ক্যাশকে ধোঁকা দিয়ে গোলমুখে জোরালো শট নেন এমবাপ্পে। কর্নারের বিনিময়ে তা ঠেকিয়ে দেন সেজনি। তবে তিন মিনিট পর ম্যাচে সবচেয়ে সহজ সুযোগ নষ্ট করে পোল্যান্ড। ডি-বক্সের ভেতর থেকে জিলিনস্কির নেয়া শট প্রতিহত করেন হুগো লরিস। সেখান থেকে বল পেয়ে আবারো গোলমুখে শট নেন তিনি। এবার এক ডিফেন্ডারের গায়ে লেগে তা ফিরে আসে।

৪৪ মিনিটে কাঙ্খিত গোলের দেখা পায় ফ্রান্স। এমবাপ্পের কাছ থেকে বল পেয়ে তা জালে জড়ান অলিভার জিরু। ম্যাচে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। আর এই গোলে ফরাসিদের হয়ে সর্বোচ্চ গোলদাতার মুকুট পড়লেন এই অভিজ্ঞ স্ট্রাইকার। ৫২ গোল করে থিয়েরি অঁরিকে পেছনে ফেলে এই কৃতিত্ব গড়লেন অলিভার জিরু।

বিরতির পরপরই বেরেসজিনিস্কিকে হলুদ কার্ড দেখান রেফারি। ৪৮ মিনিটে গ্রিজম্যানের ফ্রি-কিক থেকে গোলের সম্ভাবনা নষ্ট করেন রাফায়েল ভারান। ফিরতি বল পেয়ে সেখান থেকে থিও হার্নান্দেজের গোলের চেষ্টাও কাজে আসেনি। ৫৬ মিনিটে ব্যবধান বাড়াতে ব্যর্থ হন এমবাপ্পে। পরের মিনিটে দারুণ এক ওভারহেড কিকে বল জালে জড়ান জিরু। তবে তার আগেই খেলার বন্ধের বাঁশি বাজাতে বাধ্য হন রেফারি। বল ক্লিয়ার করতে গিয়ে মাথায় আঘাত পান পোলিশ কিপার সেজনি, ডিফেন্ডার ম্যাটি ক্যাশ ও ফ্রান্সের ভারান। সেজন্যই খেলা বন্ধের সিদ্ধান্ত নেন ভেনেজুয়েলিয়ার রেফারি জেসুস নোয়েল।

৬৩ মিনিটে আবারো এমবাপ্পের প্রচেষ্টা। তবে গোল আদায় করতে পারেন নি তিনি। তিন মিনিট পর গ্রিজম্যানও সুযোগ কাজে লাগাতে না পারলে হতাশা বাড়ে ফরাসিদের। ৬৬ মিনিটে চুয়ামেনিকে উঠিয়ে ফোফানাকে মাঠে নামান দেশম। একাদশে পরিবর্তন আনে পোল্যান্ডও। ৭২ মিনিটে ফরাসিদের রক্ষণ ভাঙার চেষ্টা করেন গ্লিক। তবে তার শট বারের উপর দিয়ে চলে যায়। উল্টো কাউন্টার অ্যাটাক থেকে ৭৪ মিনিটে লক্ষ্যভেদ করেন এমবাপ্পে। দেম্বেলের অ্যাসিস্টে বুলেট গতির শটে ফার্স্ট বার দিয়ে বল জালে জড়ান এমবাপ্পে। চলতি বিশ্বকাপে এটি ফরাসি স্ট্রাইকারের চতুর্থ গোল। ২-০ গোলে এগিয়ে যায় ফরাসিরা। পরের মিনিটে দেম্বেলের বদলি হিসেবে মাঠে নামেন কিংসলে কোম্যান।

৮২ মিনিটে থিও'র আক্রমণ আলোর মুখ দেখেনি। ৮৮ মিনিটে কার্ড দেখেন ম্যাচি ক্যাশ। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন এমবাপ্পে। বদলি হিসেবে নামা থুরামের পাস থেকে চোখ ধাঁধানো এক শটে সেজনিকে পরাস্ত করেন তিনি। শেষ দিকে ব্যবধান কমানোর সুযোগ এসেছিলো পোল্যান্ডের সামনে। তবে গ্লিকের বাই-সাইকেল কিক ঠেকিয়ে দেন লরিস। যদিও অফসাইডের ফাঁদে ছিলেন তিনি।

ম্যাচের একদম অন্তিম মুহুর্তে ডি-বক্সে হ্যান্ডবলের জন্য পেনাল্টি পায় পোল্যান্ড। লেভার নেয়া সে শট ডানে ঝাঁপিয়ে রুখে দেন লরিস। কিন্তু শট নেয়ার আগে গোল লাইন ছেড়ে বেরিয়ে আসায় সেটাকে অবৈধ ঘোষণা করেন রেফারি। ব্যবধান কমানোর সুযোগ বেঁচে থাকে পোল্যান্ডের সামনে। পরের বার আর ভুল করেন নি লেভানডফস্কি। বিশ্বকাপে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। আর তার সাথে সাথেই ম্যাচের সমাপ্তি টানেন রেফারি।

বিশ্বকাপ শিরোপার পথে আরো একধাপ এগিয়ে যায় ফ্রান্স। আর রাউন্ড অব সিক্সটিন থেকে বিদায় নিলো পোল্যান্ড।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭