ইনসাইড বাংলাদেশ

সুনামগঞ্জে জব্দকৃত ১২ কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস


প্রকাশ: 05/12/2022


Thumbnail

২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জ সীমান্তে বিভিন্ন সময়ে জব্দকৃত প্রায় ১২ কোটি টাকা মূল্যের মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে।
রবিবার সকালে ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার মধ্য দিয়ে এসব মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে।

রবিবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুবুর রহমান  এমন তথ্য নিশ্চিত করেন।
২০১৯ সালের ২২ জানুয়ারি থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জব্দকৃত যে সকল মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে সেগুলো হল, ৪৫ হাজার ৬৮১ বোতল বিভিন্ন ব্রান্ডের বিদেশি মদ, ১ হাজার ৭০৭ বোতল বিয়ার, ৪৪৫ কেজি গাঁজা, ১ হাজার ৪১৫ পিস ইয়াবা ট্যাবলেট, সাড়ে ৩২ কেজি তামাক,  ৪ লাখ ৬৬ হাজার ৬৩৪ প্যাকেট আমদানি নিষিদ্ধ বিড়ি।

মাদক দ্রব্য ধ্বংসকালে ব্যাটালিয়ন হেডকোয়ার্র্টারে সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন এমপি, বিজিবি (উওর-পূর্ব) সরাইল রিজিয়ন কমান্ডার  বিগ্রডিয়ার জেনারেল শহীদুল ইসলাম, সিলেট সেক্টর কমান্ডার  কর্ণেল জি এইচ এম্ সেলিম হাসান, ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্ণেল মো. মাহবুবুর রহমান, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মো. এহসান শাহ, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক, শুল্ক কার্যালয়ের সহকারী কমিশনার সহ সাংবাদিকগণ প্রমুখ উপস্থিত ছিলেন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭