ইনসাইড গ্রাউন্ড

বাংলাদেশ ক্রিকেট দলকে সমর্থন জানাচ্ছে আর্জেন্টিনা


প্রকাশ: 05/12/2022


Thumbnail

বাংলাদেশ ক্রিকেটের সমর্থনে 'ফ্যানস আর্হেন্তিনোস দে লা সিলেকসিয়ন দে ক্রিকেট দে বাংলাদেশ নামে খোলা হয়েছে এক ফেসবুক গ্রুপ। বাংলায় যার অর্থ দাঁড়ায়, বাংলাদেশ ক্রিকেট দলের আর্জেন্টাইন সমর্থক। গ্রুপটা খুলেছেন আর্জেন্টাইন ড্যান ল্যান্ডে। গ্রুপটা খুলেই তিনি বাংলায় অভ্যর্থনা জানিয়েছেন সবাইকে। লিওনেল মেসিদের সমর্থনের জন্য ধন্যবাদও জানানো হয়েছে গ্রুপ থেকে। এরপর বাংলায় কথা বলার চেষ্টা, বাংলা লেখার চেষ্টাও দেখা গেছে গ্রুপের একাধিক পোস্টে। শুধু আর্জেন্টাইনরাই নন, সেই গ্রুপের সদস্য হয়েছেন, হচ্ছেন বাংলাদেশিরাও। গ্রুপ খোলার পর থেকে পর্যন্ত ৫১ হাজারের কাছাকাছি ফেসবুক ব্যবহারকারী যোগ দিয়েছেন গ্রুপটিতে। 

আর্জেন্টিনা যতটা ফুটবলের দেশ, বাংলাদেশ ঠিক ততটাই ক্রিকেটের। সেদেশের ক্রীড়াপ্রেমিদের আশা আকাঙ্ক্ষার একটা বড় অংশ জুড়ে থাকেন লিওনেল মেসিরা, ঠিক তেমনি সাকিব আল হাসানদের নিয়ে বাংলার ক্রীড়ামোদিদের প্রত্যাশার পরিধিটা থাকে আকাশ-ছোঁয়া। বাংলাদেশের চাওয়া ফুটবল নিয়েও থাকে, তবে  বিশ্বর‍্যাংঙ্কিংয়ের   ১৯০ পেরোনো দেশের বিশ্বকাপে খেলার সে চাওয়াটা পূরণ হয়নি কখনো। বিশ্বমঞ্চে তাই সাকিব আল হাসানরাই বাংলাদেশের মধ্যমণি। সেই সাকিবদেরই এবার সমর্থন জানিয়েছে আর্জেন্টিনা। 

লিওনেল মেসিরা খেলছেন মাঠে, তা দেখতে রাত-বিরাতে হাজারো মানুষের জমায়েত বড় পর্দার সামনে। লিওনেল স্ক্যালোনির উৎকণ্ঠায় গলা শুকিয়ে আসছে এদেশের মানুষের, মেসির গোলে আবার ফিরছে স্বস্তি, মানুষ মাতোয়ারা হচ্ছেন উল্লাসে। মেসিদের জন্য বাংলাদেশিদের এমন উন্মাদনার কথা এতদিন কেবল দেশেই সীমাবদ্ধ ছিল। তবে আন্তর্জালের যুগে সেসব আর দেশ, কাল, সীমানার গণ্ডিতে আটকে থাকেনি। সেসব এখন চোখে পড়ছে আর্জেন্টাইনদেরও। তাইতো ১৭ হাজার দুরের দেশ হয়েও বাংলাদেশ ক্রিকেটকে সমর্থন জানাচ্ছে  সে দেশের মানুষেরা। সাকিবদের জয়ে বাংলার মানুষ যেমন আনন্দ পাচ্ছে তেমনি ফেসবুক গ্রুপে আর্জেন্টাইনরাও সাকিবদের শুভেচ্ছা জানাচ্ছে।

গতকাল রোববার বাংলাদেশ ক্রিকেট দল মুখোমুখি হয়েছিল ভারতের। এর আগে থেকেই সেই গ্রুপে আর্জেন্টাইনদের বাংলাদেশ দলের প্রতি সমর্থন চোখে পড়েছে। এরপর যখন মেহেদি হাসান মিরাজের রুদ্ধশ্বাস উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশ, তখন তাদের উল্লাসও দেখা গিয়েছে সেই গ্রুপে। 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭