ইনসাইড গ্রাউন্ড

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কোচ হলেন জুলিয়ান উড


প্রকাশ: 05/12/2022


Thumbnail

বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) কে সামনে রেখে ইতিমধ্যে দল গোচানো শেষ করেছে বিপিএলে অংশগ্রহণকারী দলগুলো। বিভিন্ন দলে নিয়েছেন নামীদামী ক্রিকেটারদের। দেশীয় তারকাদের সাথে মাঠ মাতাবেন বিদেশীরাও। খেলোয়াড়দের নির্দেশনা দেওয়ার জন্য প্রয়োজন হয় একজন কোচের,তাই দল গুলো  পিছিয়ে নেই কোচ নিয়োগেও। দেশীয় কোচদের পাশাপাশি থাকেন বিদেশিরাও। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বিপিএল নবম আসরের জন্য কোচ হিসেবে নিয়োগ দিয়েছেন সাবেক ইংলিশ ক্রিকেটার জুলিয়ান রস উডকে। যিনি দায়িত্ব পালন করেছেন আইপিলেও। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পাঞ্জাব কিংসের ব্যাটিং কনসালটেন্ট হয়েও কাজ করেন জুলিয়ান। সারা বিশ্বে পাওয়ার হিটিং কোচ হিসেবে বেশ পরিচিত ৫৪ বছর বয়সী সাবেক এ ইংলিশ ক্রিকেটার।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তাদের অফিসিয়াল ফেসবুক পোস্টের মাধ্যমে তথ্য নিশ্চিত করেছে। সেখানে তারা লিখেছে, ‘জুলিয়ান রস উড। যাকে বলা হয় পাওয়ার হিটিংয়ের পথিকৃৎ। মূলত ক্রিকেটের সঙ্গে বেসবলের হিটিং মেথডের সমন্বয় এনেই পাওয়ার হিটিংয়ের কৌশল বের করেছেন উড। পাওয়ার হিটিং নিয়ে এর মধ্যে কাজ করেছেন অস্ট্রেলিয়া, পাকিস্থান, আয়ারল্যান্ড স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে। ব্রিটিশ এই পাওয়ার হিটিং কোচ এবার চট্টগ্রাম চ্যালেঞ্জার ফ্যামিলিতে। চ্যালেঞ্জার্সদের হেড কোচ এই ব্রিটিশ পাওয়ার হিটার স্পেশালিস্ট। ওয়েলকাম জুলিয়ান উড।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭