ইনসাইড গ্রাউন্ড

ফিফার করা জরিমানা শোধ করলেন এমবাপ্পে


প্রকাশ: 05/12/2022


Thumbnail

ফিফার নিয়ম অনুযায়ী ম্যচের সেরা খেলোয়াড়কে ম্যাচ শেষে যেতে হয়ে সংবাদ সম্মেলনে। সেরা খেলোয়াড় যদি সংবাদ সম্মেলনে যেতে না চায় বা না যায় তাহলে সে দেশের ফুটবল ফেডারেশনকে জরিমানা করে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে - ব্যবধানের জয় তুলে নিয়েছিলো ডেফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। সে ম্যাচে একটি গোল করেছিলো কিলিয়ান এমবাপ্পে। যদিও ম্যাচ সেরার পুরষ্কার উঠেছিলো গোল করা জিরুর হাতে। তাই সে দিন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে যেতে হয়েছে জিরুকে। পরের ম্যাচেও ডেনমার্ককে - গোলে হারায় ফ্রান্স। সে ম্যাচে জোড়া গোল করে সেরা খেলোয়াড় হয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। সেরা খেলোয়াড় হয়েও তিনি সংবাদ মাধ্যমের সামনে আসেননি। ম্যাচের সেরা খেলোয়াড়কে সংবাদ সম্মেলনে না পাঠিয়ে নিয়ম ভাঙায় ফ্রান্সের ফুটবল ফেডারেশনকে অর্থ জরিমানা করে ফিফা। এমবাপ্পে এর দায়টা নিজের কাঁধে নিয়েছেন। ফ্রান্স ফুটবল ফেডারেশনের জরিমানা তিনি নিজে থেকেই শোধ করেছেন। এবার অবশ্য সংবাদমাধ্যমকে এড়িয়ে যাননি এমবাপ্পে। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে এসে তিনি খোলামেলাভাবেই কথা বলেছেন। কেন প্রথম রাউন্ডের সময় সংবাদমাধ্যমের সামনে আসেননি, সেই ব্যাখ্যাও দিয়েছেন।

এমবাপ্পে সংবাদমাধ্যমের সঙ্গে কথা না বলার খেসারত দিতে হয়েছে ফ্রান্সের ফুটবল ফেডারেশনকে। এটা শোনার পর এমবাপ্পে অন্য রকম একটা কাজই করেছেন। গতকাল সেটাও সংবাদমাধ্যমকে বলেছেন এমবাপ্পে, ‘আমাকে যখন বলা হলো যে (আমি কথা না বলার কারণে) ফ্রান্সের ফুটবল ফেডারেশনকে জরিমানা করা হবে, আমি নিজেই সেটা দিয়ে দিলাম। কারণ, দায়টা তো আমার ছিল।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭