ইনসাইড গ্রাউন্ড

ফ্রান্সকে করা ফিফার জরিমানা দিয়ে দিলেন এমবাপ্পে


প্রকাশ: 05/12/2022


Thumbnail

নিয়মভঙ্গের দায়ে ফ্রান্স ফুটবল ফেডারেশনকে অর্থ জরিমানা করেছিল ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা 'ফিফা। সংস্থাটির নিয়মানুযায়ী, ম্যাচের সেরা খেলেয়াড়কে সংবাদ সম্মলনে পাঠায় দলগুলো। তবে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সেরা ফুটবলার হওয়ার পরও কিলিয়ান এমবাপ্পে আসেনি সংবাদ সম্মলনে। তাই ফরাসি ফুটবল ফেডারেশনের উপর জরিমানার খড়গ নেমে আসে। তবে সে জরিমানার অর্থ নিজে থেকেই পরিশোধ করে দিয়েছেন এমবাপ্পে।

নকআউট পর্বের ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন এমবাপ্পে। এদিন সংবাদ সম্মেলনে এসে মিডিয়ার কৌতুহল মেটান এই স্ট্রাইকার। এসময় তিনি জানান, নিজের খেলায় মনোযোগ দিতেই প্রথম রাউন্ডে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন নি তিনি।

তার অনুপস্থিতির কারণে ফ্রান্স ফুটবল ফেডারেশকে জরিমানা করা হয়েছে- এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিষয়টি জানার পরই তা পরিশোধ করার পদক্ষেপ নেন তিনি।

এখন পর্যন্ত বিশ্বকাপে ৫ গোল করে চলতি আসরের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে। ফলে বিশ্বকাপের গোল্ডেন বুটের অন্যতম দাবিদারও তিনি। কোয়ার্টার ফাইনালে তার কাঁধে আরো বড় দ্বায়িত্ব। তবে যে গতিতে ছুটছেন তিনি, তাতে অবশ্য খুশিই ফরাসি সমর্থকরা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭