ইনসাইড বাংলাদেশ

লক্ষ্মীপুরে সামাজিক বনায়নে চুক্তি


প্রকাশ: 05/12/2022


Thumbnail

লক্ষ্মীপুরে ১৪৯ জন উপকারভোগীদের মাঝে চুক্তিনামা দলিল হস্তান্তর করা হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে সামাজিক বনায়নে নিয়োজিত এসব উপকারভোগীদের মাঝে এ দলিল হস্তান্তর করেন বন বিভাগ। এসময় উপকার ভোগীদের নিয়ে বৃক্ষরোপণে সচেতনতামূলক আলোচনা করেন বন বিভাগ কর্মকর্তারা।

সদর উপজেলার ডাঃ আবদুল হক আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নোয়াখালী বন বিভাগের সহকারী বন সংরক্ষক কাজী তারিকুর রহমান।

জেলা সহকারী বন সংরক্ষক মোঃ ফিরোজ আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নোয়াখালী বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহিম খলিল, চররমনীমোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়াল, জেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম ও দালালবাজার রেঞ্জ কর্মকর্তা (এসএফএনটিসি) চন্দন চন্দ্র ভৌমিক।

এর আগে গেলো বছর লক্ষ্মীপুর সদর উপজেলার তিনটি ইউনিয়নে রোপন করা হয়েছে বিভিন্ন প্রজাতির ৭০ হাজার গাছের চারা। পরিবেশ, বন ও জলোবায়ু রক্ষায় সদরের চররমনী মোহন, শাকচর ও চররুহিতা ইউনিয়নের ১৫ কিলোমিটার সড়কে এ চারা রোপন করা হয়।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭