কোর্ট ইনসাইড

বিএনপি নেতা ইশরাকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি


প্রকাশ: 05/12/2022


Thumbnail

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। 

সোমবার (৫ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী আসামি পক্ষের সময়ের আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। 

আদালত সূত্রে জানা গেছে, জামিনে মুক্ত থাকা আসামি ইশরাক হোসেনের আদালতে হাজির হওয়ার তারিখে আদালতে হাজির না হওয়ায় তার পক্ষে আইনজীবী সময় আবেদন করেন। শুনানি শেষে বিচারক সেই সময় আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

উল্লেখ্য যে, ২০২০ সালের ১২ নভেম্বর ঢাকার ১৮ আসনের নির্বাচন বানচাল করার লক্ষ্যে আসামিরা একত্রিত হয়ে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের বিপরীত গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে গাড়িতে থাকা যাত্রীরা প্রাণে বেঁচে যায়। এ ঘটনায় বিএনপি নেতা ইশরাকসহ ৪২ জনের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় মামলা করে পুলিশ। এ মামলায় গত ৬ এপ্রিল দুপুর ১২টার দিকে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকা থেকে ইশরাক হোসেনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর চলতি বছরের ১২ এপ্রিল জামিনে মুক্তি পান তিনি। বর্তমানে মামলাটির তদন্ত চলমান।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭